জনগণের পক্ষে অবস্থান নিন: পুলিশের প্রতি বিএনপি নেতা আব্দুস সালাম

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। ছবি: স্টার

বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, ২০১৮ সালে প্রশাসন ও আওয়ামী লীগের গুণ্ডারা অবৈধভাবে  একটি মধ্যরাতের নির্বাচন করেছিল। সেই নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। আরও একটি অবৈধ নির্বাচনের মাধ্যমে তারা আবারও ক্ষমতায় আসার নীল নকশা করছে। কিন্তু আগামীতে বাংলাদেশে হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না।

আজ রোববার সকালে মানিকগঞ্জে জেলা বিএনপি আয়োজিত সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসপি, ডিসিসহ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আব্দুস সালাম বলেন, 'এই অবৈধ সরকারের পক্ষ না নিয়ে জনগণের পক্ষে অবস্থান নিন। শেখ হাসিনাকে জনগণ প্রত্যাখ্যান করেছে। আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের গণতন্ত্রের প্রতি আপনাদের প্রশাসনের শ্রদ্ধা থাকা দরকার। বাংলাদেশের মেহনতি মানুষের পক্ষে আপনাদেরও থাকার কথা। এ দেশের ট্যাক্স এবং ভ্যাট দিয়ে, বাংলাদেশের মানুষের অর্থ দিয়ে আপনাদের বেতন দেওয়া হয়। সেই মানুষের প্রতি, শেখ হাসিনার নির্দেশে আপনারা আমাদের ওপর স্টিম রুলার চালাচ্ছেন। আমাদের কথা বলার পরিবেশ দেওয়া হচ্ছে না। আমরা যখন পারমিশন চাই, আমাদের পারমিশন দেওয়া হচ্ছে না। এর দায় কিন্তু শেখ হাসিনা এককভাবে বহন করবেন না। এর দায় প্রশাসনকেও বহন করতে হবে।'

জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য গোলাম কিবরিয়া সাঈদের পরিচালনায় এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহ ও যুগ্ম সম্পাদক সত্যেনকান্তি পণ্ডিত ভজন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ জেলা বিএনপি আয়োজিত এই কর্মসূচি সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতা-কর্মী অংশ নেন।

Comments

The Daily Star  | English

Curfew extended in Gopalganj indefinitely

It will be relaxed for three hours between 11am and 2pm

2h ago