পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের সভায় ছাত্রলীগের হামলা, আহত ৬

পটুয়াখালীর বাউফল উপজেলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় হামলা চালিয়ে সভা ভণ্ডুলের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় স্বেচ্ছাসেবক দলের অন্তত ৬ জন আহত হয়েছেন। 
বাউফল ইউনিয়নের গোসিংগা মিয়া বাড়ির সামনে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় হামলা চালিয়ে সভা ভণ্ডুলের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় স্বেচ্ছাসেবক দলের অন্তত ৬ জন আহত হয়েছেন। 

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাউফল ইউনিয়নের গোসিংগা মিয়া বাড়ির সামনে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটেছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন দ্য ডেইলি স্টারকে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইমারি স্কুলের মাঠে স্বেচ্ছাসেবক দলের পূর্ব নির্ধারিত সভা চলাকালে আরিফ ও কোয়েলের নেতৃত্বে ২৫-৩০ জন ছাত্রলীগ কর্মী সেখানে হামলা চালায়। তারা চেয়ার, টেবিল, মাইকসহ সভার মঞ্চ ভাঙচুর করে সভা পণ্ড করে দেয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দল সূত্রে জানা যায়, হামলায় দলের আহ্বায়ক খলিলুর রহমান, সদস্য সচিব নাইম সিকদার তারেক, সিনিয়র যুগ্ম আহবায়ক জাবিরুল হক লিটন ও মো. মহিবুল্লাহ, মদনপুরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. জুয়েল হোসেন সজিব, পৌর ছাত্র দলের সদস্য মো. মিরাজ হোসেন আহত হয়েছেন।

তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

হামলার বিষয়ে জানতে চাইলে বাউফল উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ রাহাদ জামসেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্বেচ্ছাসেবক দলের ওই সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হয়। তাই সভা পণ্ড করে দেওয়া হয়েছে।'

জানতে চাইলে ওসি আল মামুন ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।'

Comments