পটুয়াখালীতে বিএনপির কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ১৫

পটুয়াখালীতে বিএনপির প্রতিবাদ সভায় ছাত্রলীগের হামলায় ছাত্রদল ও যুবদলের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
ছবি: স্টার

পটুয়াখালীতে বিএনপির প্রতিবাদ সভায় ছাত্রলীগের হামলায় ছাত্রদল ও যুবদলের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের বনানী সড়কে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৮ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, হামলার অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগের নেতারা।

জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি দ্য ডেইলি স্টারকে বলেন, 'বনানী সড়কের দলীয় কার্যালয়ের সামনে সকাল সাড়ে ১১টার দিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার।'

তিনি আরও বলেন, 'সভা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ছাত্রলীগ নেতা তানভির আরিফের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এই হামলায় জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটনসহ অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে ৮ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, দুমকি উপজেলা যুবদলের আহবায়ক জাকির হোসেন, জেলা যুবদলের ভাইস প্রেসিডেন্ট রিমানুল ইসলাম, ফারুক হোসেন, মোকসেদুল, আল-আমিন, হাসান, তানভীর ও ফারুক আলম।'

তবে, হামলার অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তানভির আরিফ বলেন, 'সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বনানী মোড় থেকে ছাত্রলীগ মিছিল বের করলে বিএনপির সন্ত্রাসীরা আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় আমরা প্রতিবাদ গড়ে তুলে তাদের প্রতিহত করেছি।'

এ ব্যাপারে পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ২ পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিবেশ নিয়ন্ত্রণে রয়েছে।

 

Comments