পাবনায় আ. লীগের এক নেতার বিরুদ্ধে আরেক নেতার ওপর হামলার অভিযোগ

পাবনা
স্টার অনলাইন গ্রাফিক্স

পাবনার ফরিদপুর উপজেলায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আলি আশরাফুল কবির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তার সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন।

শনিবার রাত ১০টার দিকে ফরিদপুর পৌর মুক্তমঞ্চে এ ঘটনা ঘটে।

উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আলি আশরাফুল কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'অনুষ্ঠানের ফাঁকে একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় উপজেলা আ. লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম কুদ্দুসের সঙ্গে দেখা হয়। তখন আমি তার অনুষ্ঠানে না আসার কারণ জানতে চাই। একপর্যায়ে তার সঙ্গে কথাকাটাকাটি শুরু হলে তার সমর্থকরা আমার ওপর হামলা করে। পরে আহত অবস্থায় স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।'

জানতে চাইলে ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ. লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম কুদ্দুস অভিযোগ অস্বীকার করে বলেন, 'আমার সঙ্গে কয়েকজন সরকারি কর্মকর্তা চা খাচ্ছিলেন। এ সময় কবির তাদের একজনের সঙ্গে অসদাচরণ করলে আমি তাকে থামানোর চেষ্টা করি। এতে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কয়েকজন তার ওপর হামলা করে। এ সময় পড়ে গিয়ে সে আহত হতে পারে। আমি বা আমার সমর্থকরা তার ওপর হামলা করেনি। কিন্তু, এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে আমাকে দোষারোপ করা হচ্ছে।'

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।'

এ বিষয়ে জানতে ফরিদপুর উপজেলা আ. লীগের সভাপতি খলিলুর রহমানের মুঠোফোন একাধিকবার যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

Comments

The Daily Star  | English

Court orders freezing 70 accounts, 22 company shares of Bashundhara

A Dhaka court yesterday ordered the relevant authorities to freeze 70 bank accounts of Bashundhara Group Chairman Ahmed Akbar Sobhan Shah Alam and seven of his family members, including his son and Group Managing Director Sayem Sobhan Anvir, in connection with corruption allegations.

12h ago