সেই জুয়েলের অস্ত্রটি থানায় জমা দিলেন স্ত্রী

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজালাল মজুমদারের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মনিরুজ্জামান জুয়েলের অত্যাধুনিক অস্ত্রটি থানায় জমা দেওয়া হয়েছে।
ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের ওপর হামলার পর অস্ত্র হাতে জুয়েলের এই দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজালাল মজুমদারের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মনিরুজ্জামান জুয়েলের অত্যাধুনিক অস্ত্রটি থানায় জমা দেওয়া হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে জুয়েলের স্ত্রী নিঝুম মজুমদার অস্ত্র, অস্ত্রের লাইসেন্স ও জুয়েলের স্বাক্ষরিত সম্মতিপত্র চৌদ্দগ্রাম থানায় জমা দেন।

গত বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর ইউনিয়নের নালঘর বাজারে ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের উপর হামলার ঘটনা ঘটে। এ সময় চেয়ারম্যান পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। তখন ওই বাড়িতে থাকা নারীদের চিৎকারে আশপাশের মানুষ জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যান।

চেয়ারম্যান শাহজালাল মজুমদারের অভিযোগ, স্থানীয় এক সংসদ সদস্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মনিরুজ্জামান জুয়েলের নেতৃত্বে এই হামলা চালানো হয়।

এই ঘটনার পর অত্যাধুনিক অস্ত্র হাতে অভিযুক্ত মনিরুজ্জামান জুয়েলের ২টি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এর একটি ছবিতে দেখা যায়, জুয়েল স্থানীয় একটি রেস্তোরাঁর সামনে এক হাতে অস্ত্র ধরে সিগারেট টানছেন। আরেকটি ছবিতে একই অস্ত্র হাতে দৌঁড়ে যেতে দেখা যায় তাকে।

এই অস্ত্র সম্পর্কে জানতে চাইলে গতকাল শুক্রবার চৌদ্দগ্রাম থানার ওসি শুভরঞ্জন চাকমা ডেইলি স্টারকে বলেন,  'অস্ত্রটি জুয়েলের নামে লাইসেন্স করা। এটি জার্মানিতে তৈরি একটি অত্যাধুনিক রাইফেল।'

Comments