‘২১০০ সালে বাংলাদেশের লোকসংখ্যা আজকের তুলনায় কমবে’

hasan_mahmud_13jul22.jpg
ছবি: সংগৃহীত

২১০০ সালে বাংলাদেশের লোকসংখ্যা আজকের তুলনায় কমবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ২১০০ সাল নাগাদ পৃথিবীর লোকসংখ্যা হবে ১১ দশমিক ২ বিলিয়ন। আমাদের দেশে লোকসংখ্যা বাড়ছে। ২০৫০ সাল নাগাদ আমাদের দেশের লোকসংখ্যা ১৯ কোটি ২০ লাখের মতো দাঁড়াবে। তবে আশার কথা হচ্ছে, ২১০০ সাল নাগাদ আমাদের দেশের লোকসংখ্যা কমে ১৫ কোটি ১৫ থেকে ২০ লাখে দাঁড়াবে। পৃথিবীর লোকসংখ্যা যদিও বা অনেক বাড়বে কিন্তু বাংলাদেশের লোকসংখ্যা আজকের তুলনায় কমবে। ২০৫০ সাল নাগাদ বাড়বে, এরপর আস্তে আস্তে কমবে। এটিই স্ট্যাটিস্টিক বলছে।

Comments

The Daily Star  | English
rickshaws banned on Dhaka's main roads

Rickshaws no longer allowed on main roads: DNCC

More than 100 illegal battery-powered rickshaws were seized during the joint operation

53m ago