গণনার নিয়মে পরিবর্তন, ১-২ বছর কমল দ. কোরীয় নাগরিকদের বয়স

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রস্ফুটিত চেরি ব্লসমের সামনে দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রস্ফুটিত চেরি ব্লসমের সামনে দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ার নাগরিকদের বয়স রাতারাতি ১ থেকে ২ বছর করে কমে গেছে!

আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

আজ দেশটিতে নতুন একটি আইনের প্রচলন হয়েছে, যার ফলে সবাইকে এখন বয়স গণনার আন্তর্জাতিক রীতি মেনে চলতে হবে, যা প্রচলিত প্রথার স্থলাভিষিক্ত হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার দৈনন্দিন জীবনে ব্যবহৃত বয়স গণনা পদ্ধতিতে ধরে নেওয়া হয়, জন্মের সময় মানুষের বয়স ১ বছর, এবং তার জীবনের পরবর্তী বছরগুলোতে জানুয়ারি মাসের ১ তারিখে ১ বছর করে বয়স যোগ হয়। এর সঙ্গে জন্মদিনের কোনো যোগসূত্র থাকে না।

আইনি ও মেডিকেল নথিতে দেশটি ৬০ এর দশক থেকে জন্মের সময় শূন্য ও জন্মদিনে ১ বছর করে বয়স যোগ করার আন্তর্জাতিক রীতি মেনে চলছে। কিন্ত তা সত্ত্বেও অন্য সকল ক্ষেত্রে অসংখ্য দক্ষিণ কোরীয় তাদের প্রথাগত নিয়ম মেনে বয়স গণনা অব্যাহত রেখেছেন। 

২০২২ এর ডিসেম্বরে বয়স গণনার প্রথাগত নিয়ম বাতিল করে আন্তর্জাতিক রীতি মেনে চলার আইন পাস হয়।

দক্ষিণ কোরিয়ার আইনমন্ত্রী লি ওয়ান-কিউ সোমবার এক ব্রিফিংয়ে বলেন, 'আমরা আশা করি এই উদ্যোগে বয়স গণনা সংক্রান্ত আইনি বিবাদ, অভিযোগ ও সামাজিক বিভ্রান্তি অনেকাংশে দূর হবে।'

২০২২ এর সেপ্টেম্বরে পরিচালিত জরিপে সরকার জানতে পেরেছে, ৮৬ শতাংশ মানুষ আন্তর্জাতিক বয়স গণনা পদ্ধতি মেনে চলতে আগ্রহী।

সিউলের ২৭ বছর বয়সী অফিস কর্মী চোই হিয়ুন-জি রয়টার্সকে বলেন, 'প্রথাগত ব্যবস্থায় আগামী বছর আমার বয়স ৩০ হওয়ার কথা ছিল। কিন্তু এখন ৩০ এ পৌঁছানোর আগে আমি বাড়তি কিছু সময় পেয়েছি এবং এতে আমি উচ্ছ্বসিত।'

'তরুণ হতে পেরে অসাধারণ লাগছে', যোগ করেন চোই। 

সেনাবাহিনীতে ভর্তি, স্কুলের এনট্রান্স পরীক্ষায় অংশগ্রহণ, ধূমপান ও মদ্যপানের আইনি বয়স হিসেব করার জন্য আরও একটি ভিন্ন বয়স গণনা প্রক্রিয়া চালু আছে। এই প্রক্রিয়ায় জন্মের সময় বয়স শূন্য ধরা হয় এবং প্রতি বছরের জানুয়ারিতে ১ বছর করে বয়স যোগ হতে থাকে।

কর্মকর্তারা জানান, এ প্রক্রিয়াটি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চালু থাকবে।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

8h ago