রেললাইনে বন্যার পানি, ঝুঁকি নিয়ে চলছে সিলেটগামী ১৪ ট্রেন

ছবি: স্টার

কয়েক দিনের একটানা ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাকালুকি হাওরের তীরবর্তী মৗলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার অধিকাংশ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। বন্যার পানি উঠেছে এসব এলাকার রেললাইনেও। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে সিলেটগামী ১৪টি ট্রেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, এখন ঝুঁকি নিয়ে চলাচল করলেও পানি বাড়তে থাকলে সারাদেশের সঙ্গে সিলেট অঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। 

বরমচাল এলাকার শাহজাহান মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এখনো অব্যাহত থাকায় নতুন করে বেশ কিছু এলাকার ঘরবাড়িতে পানি উঠছে। বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি হাওরের পানি বেড়েছে। এ অবস্থায় কুলাউড়ার বিভিন্ন স্থানের রেললাইনে পানি উঠেছে। 

বরমচাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাজ্জাদ আলী সাজু দ্য ডেইলি স্টারকে জানান, ফানাই-আনফানাই নদী এলাকায় ওই স্থানটিতে বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে। গতকালের তুলনায় আজ দুপুর পর্যন্ত পানি অনেক বৃদ্ধি পেয়েছে। 

তারা জানান, এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ওই এলাকা দিয়ে ট্রেন চলাচল ঝুঁকিতে পড়তে পারে। 

কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সহকারী স্টেশন মাস্টার হরিপদ সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, গত ৩ দিন থেকে সেখানে বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে। রেল লাইনের এক ইঞ্চি ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানির স্রোত কম থাকায় গতি কমিয়ে ট্রেন চলাচল করছে। এই রেললাইনে আন্তঃনগর ও মেইল ট্রেনসহ মোট ১৪টি ট্রেন চলাচল করে। গত কয়েক দিনের পাহাড়ি ঢল ও অতিবৃষ্টি কারণে কুলাউড়া থেকে সমশেরনগর ও কুলাউড়া থেকে মাইজগাঁও পর্যন্ত গতি কমিয়ে ট্রেন চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

কুলাউড়া জংশনের উপসহকারী প্রকৌশলী (পথ) আশরাফুল আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'পানি বেড়ে ট্রেন লাইনে ডুবে যাওয়ার কারণে ঝুঁকি বেড়েছে। এজন্য আমরা ঢাকা-চট্রগ্রাম-সিলেটের প্রতিটি ট্রেন ১০ কিলোমিটার বেগে চালাচ্ছি। যেন দুর্ঘটনা এড়ানো যায়। 
বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English
rally demanding ban on awami league in Dhaka

Blockade at Shahbagh demanding AL ban

The demonstration follows a sit-in that began around 10:00pm last night in front of the Chief Adviser's residence

3h ago