দাবি বহুলাংশে পূরণ হয়েছে, বাকি দাবি নিয়ে আলোচনা হবে: রেল উপদেষ্টা

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: এমরান হোসেন/ স্টার

রেলওয়ে মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, তারা ট্রেন চালক ও অন্যান্যদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করতে প্রস্তুত এবং সৌহার্দ্যপূর্ণভাবে সমস্যা সমাধান করতে চান।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে এসে উপদেষ্টা একথা জানান। 

তিনি আরও বলেন তবে সরকার বাধ্য হলে অন্যান্য পদক্ষেপ নেবে।

রেল উপদেষ্টা বলেন, ট্রেনের টিকিট কেনা যাত্রীদের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য কিছু রুটে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা ইতোমধ্যেই আন্দোলনরত কর্মীদের দাবি পূরণ করেছেন, তারপরও তারা কর্মবিরতি পালন করছেন।

তবে কখন রেল যোগাযোগ চালু হতে পারে এ ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি। 

রেল উপদেষ্টা বলেন, আমরা গতকাল রাত ১০টা পর্যন্ত তাদের সঙ্গে আলাপ করি। তারা আমাদের আশ্বস্ত করেছিলেন তারা আলোচনা করবেন।

তাদের যে দাবি আছে এগুলো কিন্তু আমরা ইতোমধ্যে রেল মন্ত্রণালয় থেকে অর্থবিভাগে পাঠিয়েছিলাম, এবং বহুলাংশে এসব দাবি পূরণ করা হয়েছে।

তিনি বলেন, এটা দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে কর্মসূচি দেওয়া। এখানে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে।

অবসরের পর বিশেষ ভাতা ও অন্যান্য দাবিতে মধ্যরাত থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন লোকোমাস্টার ও তাদের সাপোর্ট স্টাফরা।

 

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

43m ago