লালমনিরহাট

সরকারি রাস্তা দখলমুক্ত ও সংস্কার করলেন চরবাসী

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নে তিস্তার বুকে চর শোলমারীতে বেসরকারি কোম্পানি ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেডের দখলে থাকা সরকারি রাস্তা দখলমুক্ত করেছেন চরবাসী। আজ শনিবার দুপুরে চরের শতাধিক কৃষক কোদাল হাতে নিয়ে তাদের চলাচলের একমাত্র সরকারি রাস্তাটি দখলমুক্ত করে সংস্কার করেন।
শোলমারী চরে সরকারি রাস্তা দখলমুক্ত করে সংস্কার করছেন চরবাসী। ছবি: সংগৃহীত 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নে তিস্তার বুকে চর শোলমারীতে বেসরকারি কোম্পানি ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেডের দখলে থাকা সরকারি রাস্তা দখলমুক্ত করেছেন চরবাসী। আজ শনিবার দুপুরে চরের শতাধিক কৃষক কোদাল হাতে নিয়ে তাদের চলাচলের একমাত্র সরকারি রাস্তাটি দখলমুক্ত করে সংস্কার করেন।

এ সময় তারা জমি জোরপূর্বক দখল করায় ওই বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।

চরবাসী জানান, শোলমারী চরে ৩০-মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্পের নামে কোম্পানিটি চরে নদী ও খাস জমিসহ রাস্তা দখল করে নানা স্থাপনা নির্মাণ করছে। বাধ্য হয়ে চরবাসী নিজেরাই তাদের চলাচলের একমাত্র সরকারি রাস্তাটি দখলমুক্ত করেছেন।

সরকারি রাস্তা দখলমুক্ত করার পর মানববন্ধন করছেন চরবাসী। ছবি: সংগৃহীত

শোলমারী চরের কৃষক সোলেমান আলী (৬২) দ্য ডেইলি স্টারকে বলেন, 'বেসরকারি কোম্পানিটি শুধু চরে নদী ও খাস জমি দখল করে ক্ষান্ত হয়নি। তারা অনেক কৃষকের জমি জাল দলিল করে নিজেদের দখলে নিয়েছে। দালালের মাধ্যমে কৃষকদের কম দামে জমি বিক্রি করতে বাধ্য করেছে। আমরা চরে খাস জমিতে চাষাবাদ করতাম। কোম্পানিটি খাস জমি দখলে নেওয়ায় আমরা এসব জমি চাষাবাদ থেকে বঞ্চিত হয়েছি।'

চরের আরেক কৃষক সেকেন্দার আলী (৫৫) বলেন, 'শিগগির সরকারি খাস জমি দখলমুক্ত করতে আমরা আন্দোলনের ডাক দিব। চরে সৌরবিদ্যুৎ কেন্দ্র আমাদের কোন উপকারে আসবে না। কিন্তু, ক্ষতি করবে।'

'চরের কৃষকদের নাম ভাঙিয়ে একটি দালাল চক্র লাভবান হচ্ছে ওই বেসরকারি কোম্পানিটির কাছ থেকে। দালালরা আমাদের নানাভাবে হুমকিও দিচ্ছে,' অভিযোগ করে বলেন তিনি।

ওই এলাকার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল মতিন দ্য ডেইলি স্টারকে জানান, ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিডেট সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে ওই চরে প্রায় ১৫০ একর জমিসহ চলাচলের সরকারি রাস্তা কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলেছে। এতে স্থানীয় লোকজনসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা চলাচল করতে চরম বিড়ম্বনায় পড়েছে।

তিনি বলেন, 'চলাচলের রাস্তা দুটি মুক্ত রাখতে ওই কোম্পানির লোকজনকে একাধিকবার অনুরোধ করলেও তারা শোনেনি। তাই, অনেকটা বাধ্য হয়ে স্থানীয়রা কোদাল হাতে নিয়ে ওই রাস্তাটি দখলমুক্ত করে সংস্কার করেছেন।'

এ বিষয়ে জানতে ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেডের শোলমারী সৌরবিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার আজিজ বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

Comments

The Daily Star  | English
Bangladesh Bank dissolves National Bank board

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

3h ago