সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য যুক্তরাজ্যের ৫ কোটি টাকার তহবিল

ছবি: স্টার ফাইল ফটো

সিলেট বিভাগের চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৪ লাখ ৪২ হাজার ৫৪৮ পাউন্ড (বাংলাদেশি টাকায় ৫ কোটির বেশি) জরুরি তহবিল প্রকাশ করেছে যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক বন্যায় ত্রাণ হিসেবে যুক্তরাজ্য ৬ লাখ ৩৬ হাজার ৫৪৮ পাউন্ড দিয়েছে। যা বাংলাদেশি টাকায় ৭ কোটির বেশি।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার জাভেদ প্যাটেল বলেন, 'বাংলাদেশে এ বছর বন্যার কারণে আমরা যে ক্ষয়ক্ষতি দেখেছি তা হৃদয় বিদারক। আমরা আজ যে নতুন জরুরি তহবিল প্রকাশ করেছি তা নগদ সহায়তা, আশ্রয় ব্যবস্থাপনা, পানি ও পয়ঃনিষ্কাশন এবং শিক্ষামূলক উপকরণ হিসেবে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যবহৃত হবে।'

স্টার্ট ফান্ড বাংলাদেশের মাধ্যমে যুক্তরাজ্যের এই অর্থ বরাদ্দ দেওয়া হবে। এই সহায়তা কারিতাস বাংলাদেশ, ক্রিশ্চিয়ান এইড, স্বেচ্ছাসেবী সংস্থা ফর রুরাল ডেভেলপমেন্ট এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মাধ্যমে পরিচালিত হবে।

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

14m ago