সিলেট-মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ১৫৩ জনকে ‘পুশ ইন’

ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশি কিশোর নিহত
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

সিলেট ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ১৫৩ জনকে বাংলাদেশে 'পুশ ইন' করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

পরে তাদের আটক দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)।

শনিবার দিবাগত রাত ২টা থেকে আজ রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সিলেটের বিয়ানীবাজার উপজেলা ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে তাদের 'পুশ ইন' করা হয়েছে।

বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটকদের মধ্যে ৪৯ জন পুরুষ, ৫৩ জন নারী ও ৫১ জন শিশু বলে জানা গেছে। তাদের প্রায় সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা ও দীর্ঘদিন ধরে ভারতে কাজ করছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদী বলেন, 'শনিবার কানাইঘাট সীমান্ত দিয়ে ২১ জন পুশ-ইনের পর সীমান্তে নিরাপত্তা ও টহল জোরদার করা হয়। এরপরও ভোর ২টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে ৫ পয়েন্ট দিয়ে ১৫৩ জনকে পুশ-ইন করে বিএসএফ।'

এর মধ্যে সিলেটের বিয়ানীবাজার উপজেলা দিয়ে ৩২ জন এবং মৌলভীবাজারের বড়লেখা উপজেলা দিয়ে ১২১ জনকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয় বলে জানান বিজিবি কর্মকর্তা মেহেদী।

বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, 'সীমান্ত এলাকার কিছু অংশ পাহাড়ি আবার কিছু এলাকায় জলাভূমি বিল থাকায় জিরো পয়েন্ট থেকে নজরদারি কঠিন। বিএসএফ তাদের এলাকায় স্থাপিত নিরাপত্তা লাইট বন্ধ করে দিয়ে মানুষদের সীমান্তের এপারে ঠেলে দেয়। পরে টহল বিজিবি তাদের আটক করে।'

বিজিবির হাতে আটকের পর তাদের সবার পরিচয় যাচাই করা হয় এবং সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেলে মানবিক দিক বিবেচনায় তাদের পরিবারের কাছে পাঠানোর জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদী বলেন, 'তারা সবাই ভারতের গুজরাটের বিভিন্ন ইটভাটায়, পাথর ভাঙাসহ বিভিন্ন কাজে জড়িত ছিলেন। ভারতীয় পুলিশ তাদের অবৈধ অভিবাসী হিসেবে আটক করার পর গত ৪ মে সিলেট সীমান্তের কাছাকাছি এলাকায় জড়ো করে। এরপর থেকেই বিএসএফ বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে।'

তিনি বলেন, 'বিএসএফ পুশ-ইন অস্বীকার করলেও আমরা এ বিষয়ে আজ কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠক ডেকেছি এবং আনুষ্ঠানিক প্রতিবাদ জানাব।'

এর আগে, গত শনিবার সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ২১ জনকে ভারত থেকে পুশ-ইন করানো হয়, পরে তাদেরও আটক করে বিজিবি।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

10h ago