সিলেটে যুক্তরাজ্য প্রবাসী ৫ জনকে অচেতন অবস্থায় উদ্ধার, ২ জনের মৃত্যু

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

সিলেটের ওসমানীনগরের এক বাড়ি থেকে যুক্তরাজ্য প্রবাসী ৫ জনকে অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পর ২ জনের মৃত্যু হয়েছে। বাকি ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ মঙ্গলবার দুপুরে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত একজনের নাম রফিকুল ইসলাম। তার ছেলে মাইকুল ইসলামও মারা গেছেন। রফিকুলের স্ত্রী, অপর এক ছেলে ও মেয়ে বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার কারণ জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ৩ জনকে বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

পুলিশ সুপার আরও বলেন, 'আজ সকাল সাড়ে ১১টার দিকে ওসমানীনগরের এক বাড়ি থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।'

এই প্রবাসীরা গত ১২ জুলাই দেশে ফিরে আসেন এবং ১৮ জুলাই থেকে ওই বাড়িতে অবস্থান করছিলেন।

এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Khaleda Zia returns home from London

Tarique's wife Zubaida Rahman and his late brother Arafat Rahman Koko's wife Syeda Sharmila Rahman accompanied her

40m ago