সুপ্রিম কোর্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বন্ধ থাকবে যেসব গেট

ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষের পর সুপ্রিম কোর্টে প্রবেশের বিভিন্ন পথসহ আদালত প্রাঙ্গণে রোববার থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
supreme-court-1.jpg
সুপ্রিম কোর্ট ভবন। স্টার ফাইল ছবি

ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষের পর সুপ্রিম কোর্টে প্রবেশের বিভিন্ন পথসহ আদালত প্রাঙ্গণে রোববার থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

আজ শনিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টে প্রবেশের মূল ফটক এদিন সকাল সাড়ে ১০টার পর থেকে বন্ধ থাকবে। তবে মাজার গেট সার্বক্ষণিক খোলা থাকবে।

এ ছাড়া সিদ্ধান্ত অনুযায়ী, সুপ্রিম কোর্টের জাজেস স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন মসজিদ গেট সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত খোলা থাকবে। 

তবে মসজিদে মুসল্লিদের প্রবেশের জন্য পাশের সরু গেটটি সবসময় খোলা থাকবে। বাংলাদেশ বার কাউন্সিলসংলগ্ন গেট দিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে শুধু গাড়ি বের হতে পারবে। তবে এ গেট দিয়ে কোনো গাড়ি ভেতরে প্রবেশ করতে পারবে না। 

এ ছাড়া বাংলা একাডেমির বিপরীত পাশে অবস্থিত গেটটি সার্বক্ষণিক বন্ধ থাকবে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কারণে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশের সময় সব আইনজীবীকে পরিচয়পত্র এবং গাড়ির স্টিকার বহনের অনুরোধ জানানো হয়েছে। আজ শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মমতাজ উদ্দিন ফকির এ অনুরোধ জানান।

Comments

The Daily Star  | English

Ex-ACC official dies in Ctg police custody

A former deputy director of Anti-Corruption Commission (ACC) died in police custody in Chattogram last night

1h ago