গত ১৫ বছরের হয়রানিমূলক মামলার তালিকা চেয়েছে আইন মন্ত্রণালয়

সুপ্রিম কোর্ট, হয়রানিমূলক মামলা, জাতীয় সংসদ, গায়েবি মামলা,

২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত হয়রানিমূলক মামলার তালিকা চেয়েছে আইন মন্ত্রণালয়ের সলিসটর বিভাগ।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের উপ সলিসিটর সানা মো. মারুফ হোসাইন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে, বিশেষত: ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের অব্যবহিত পূর্বে ও তৎপরবর্তীতে রাজনৈতিক নেতা-কর্মী ও অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা (যা অনেক ক্ষেত্রে গায়েবি মামলা নামে পরিচিত) দায়ের করা হয়।

এতে আরও বলা হয়েছে, এসব মামলা সংক্রান্ত সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য না থাকায় আইনানুগভাবে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তাই এসব মামলার তথ্যাদি জরুরিভিত্তিতে পাওয়া একান্ত আবশ্যক।

বিজ্ঞপ্তিতে হয়রানিমূলক মামলার যেসব তথ্য চাওয়া হয়েছে সেগুলো হলো- জেলার নামসহ আদালতের নাম, মামলার নম্বর, এজাহারকারী বা নালিশকারীর নাম ও পরিচয়, মোট আসামির সংখ্যা এবং এর মধ্যে অজ্ঞাতনামা এজাহারে উল্লেখিত ঘটনার তারিখ, আসামির সংখ্যা, মামলাটি কোন আইনের কোন ধারায়, মামলাটি কোন পর্যায়ে (তদন্তাধীন, নাকি বিচারাধীন)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মামলার তালিকা প্রণয়নে বিশেষভাবে যত্নবান ও দায়িত্বশীল হওয়াসহ সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে হবে। প্রাপ্ত মামলার তালিকা মন্ত্রণালয় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করবে।

উল্লেখিত তথ্যসহ জেলায়/মহানগরে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা আগামী ১৭ ডিসেম্বর মধ্যে সলিসিটর, সলিসিটর অনুবিভাগ, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ, ঢাকা বরাবর (ই-মেইল: [email protected]) পাঠাতে বলা হয়েছে।

পাবলিক প্রসিকিউটরট ও মহানগর পাবলিক প্রসিকিউটরের কাছে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Thousands gather to welcome Khaleda Zia at Dhaka airport

A heavy deployment of uniformed and plainclothes law enforcement personnel has been observed at key points since early today

34m ago