হোটেল মালিকদের নগর কর পরিশোধের তাগিদ ডিএনসিসি মেয়রের

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় অবস্থিত ৫ তারকাসহ সব ধরনের হোটেল মালিককে দ্রুত সময়ের মধ্যে নগর কর পরিশোধের তাগিদ জানিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় অবস্থিত ৫ তারকাসহ সব ধরনের হোটেল মালিককে দ্রুত সময়ের মধ্যে নগর কর পরিশোধের তাগিদ জানিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশান-২ নগর ভবনে ৩, ৪, ৫ তারকা হোটেল মালিকদের সঙ্গে আয়োজিত রাজস্ব সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, 'সিটি করপোরেশন আদর্শ কর তফসলি অনুযায়ী হোটেল মালিকরা নগর করের আওতাভুক্ত এবং এটি পরিশোধ করতে বাধ্য। সিটি করপোরেশনের সার্ভিস এলাকায় অবস্থিত সবাইকে এই কর পরিশোধ করতে হবে। কারো কোনো বকেয়া রাখার সুযোগ নেই।'

তিনি আরও বলেন, 'বিগত সময় এই কর পরিশোধ করতে চিঠি দেওয়া হলেও তা কেউ আমলে নেয়নি। সরকার নির্ধারিত কর না দিয়ে কাউকেই ব্যবসা করতে দেওয়া হবে না।'

এ সময় তিনি অবিলম্বে সবার বকেয়া করসহ সব ধরনের কর পরিশোধের আহ্বান জানান।

উল্লেখ্য, সিটি করপোরেশন আদর্শ কর তফসিল-২০১৬ অনুযায়ী সিটি করপোরেশন এলাকায় অবস্থিত হোটেলে অবস্থানকারীর কাছ থেকে কক্ষের ভাড়ার ওপর সর্বোচ্চ ৫ শতাংশ কর আদায়ের বাধ্যবাধকতা আছে।

Comments

The Daily Star  | English
DHL Daily Star Bangladesh Business Awards 2023

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

9h ago