২১ জুন বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জুন বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন।
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস থেকে নেওয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জুন বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া দ্য ডেইলি স্টারকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে বন্যাকবলিত এলাকায় যাবেন। তিনি সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন। এসময় সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আ. লীগ নেতারা উপস্থিত থাকবেন। 

এর আগে, আজ রোববার বিকেলে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মো মোশাররফ হোসেন জানিয়েছিলেন, ফোনে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মৌখিকভাবে জানানো হয়েছে।

 

Comments