২ বছর পর আবার চালু ঢাকা-কলকাতা বাস সার্ভিস

করোনা মহামারির কারণে ২ বছর ২ মাস বন্ধ থাকার পর আবার চালু হয়েছে ঢাকা-কলকাতা সরাসরি বাস সার্ভিস।
ছবি: সংগৃহীত

করোনা মহামারির কারণে ২ বছর ২ মাস বন্ধ থাকার পর আবার চালু হয়েছে ঢাকা-কলকাতা সরাসরি বাস সার্ভিস।

আজ শুক্রবার সকাল ৮টায় ঢাকা থেকে ছেড়ে শ্যামলী এন আর পরিবহনের একটি বাস ২২ জন যাত্রী নিয়ে বিকাল ৪ টার দিকে বেনাপোল চেকপোস্টে পৌঁছায়।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মামুন তরফদার এবং যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান জানিয়েছেন, বাসটি আজ বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোলে প্রবেশ করে। এরপর ইমিগ্রেশন কাস্টমসের কাজ শেষে কলকাতার উদ্দেশে ছেড়ে যায়।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) শ্যামলী এন আর ট্রাভেলসকে ঢাকা-কলকাতা সরাসরি চলাচলের অনুমতি দিয়েছে বলে জানান শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভাঙ্কর ঘোষ রাকেশ।

করোনার কারণে বাস সেবা বন্ধ রাখার আগে ঢাকা-কলকাতা-ঢাকা, ঢাকা-আগরতলা-ঢাকা, ঢাকা-সিলেট-শিলং-গুয়াহাটি-ঢাকা, আগরতলা-ঢাকা-কলকাতা-আগরতলা ও ঢাকা-খুলনা-কলকাতা-ঢাকা বাস চলাচল করত।

Comments