৪০ হাজার ২০০ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন

৫ জুন থেকে হজ ফ্লাইট শুরুর পর গতকাল রোববার পর্যন্ত ২২ দিনে সৌদি আরবে পৌঁছেছেন ৪০ হাজার ২০০ জন বাংলাদেশি হজযাত্রী।
স্টার ফাইল ফটো

৫ জুন থেকে হজ ফ্লাইট শুরুর পর গতকাল রোববার পর্যন্ত ২২ দিনে সৌদি আরবে পৌঁছেছেন ৪০ হাজার ২০০ জন বাংলাদেশি হজযাত্রী।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ হাজার ৮১৫ জন।

আজ সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বুলেটিনে বলা হয়েছে, এ পর্যন্ত ১১২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৪টি, সৌদিয়া এয়ারলাইন্স ৪৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫টি ফ্লাইট পরিচালনা করেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু আগামী ১৪ জুলাই, শেষ হবে ৪ আগস্ট।

Comments