ইউক্রেনের খেরসন থেকে রাশিয়ায় শস্য রপ্তানি শুরু

ইউক্রেনের মস্কো নিয়ন্ত্রিত অঞ্চল খেরসন থেকে রাশিয়ায় শস্য রপ্তানি শুরু হয়েছে।
ছবি: সংগৃহীত

ইউক্রেনের মস্কো নিয়ন্ত্রিত অঞ্চল খেরসন থেকে রাশিয়ায় শস্য রপ্তানি শুরু হয়েছে।

আজ সোমবার রুশ সংবাদসংস্থা তাসের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, এসব শস্য গত বছর খেত থেকে তোলা হয়। 

খেরসনে মিলিটারি-সিভিলিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের উপপ্রধান কিরিল স্ট্রেমুসভ তাসকে বলেন, 'আমাদের এখানে প্রচুর শস্য আছে এবং নতুন ফসল সংরক্ষণ করার মতো জায়গাও আছে। তবে রাশিয়ার পক্ষ থেকে যারা এই শস্য কিনতে চাচ্ছে, মানুষ এখন তাদের সঙ্গে একমত।'

স্ট্রেমুসভ আরও বলেন, প্রশাসন স্থানীয় ও রুশ প্রক্রিয়াকরণ প্ল্যান্টে সূর্যমুখী বীজ সরবরাহের বিষয়েও কাজ করছে।

ইউক্রেন অভিযোগ করে আসছে, রাশিয়া ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে, সেখান থেকে শস্য চুরি করছে তারা। 

গত ২৪ ফেব্রুয়ারি কিয়েভে আগ্রাসন শুরু করে মস্কো। 

Comments