ইউক্রেনে ট্রানজিট রুট বন্ধ, ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ ব্যাহত  

ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহের প্রধান ট্রানজিট রুট বন্ধ করে দিয়েছে কিয়েভ। ফলে আজ বুধবার ইউক্রেন হয়ে ইউরোপে রুশ গ্যাস সরবরাহ এক চতুর্থাংশ কমে গেছে।
ইউক্রেনে ট্রানজিট রুট বন্ধ, ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ ব্যাহত
ছবি: রয়টার্স

ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহের প্রধান ট্রানজিট রুট বন্ধ করে দিয়েছে কিয়েভ। ফলে আজ বুধবার ইউক্রেন হয়ে ইউরোপে রুশ গ্যাস সরবরাহ এক চতুর্থাংশ কমে গেছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করলেও এতদিন ইউক্রেন ইউরোপে রুশ গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হচ্ছিল। হামলার পর এবারই প্রথম ইউক্রেন এ ট্রানজিট রুট বন্ধের পদক্ষেপ নিলো।

কিয়েভ যে ট্রানজিট পয়েন্টটি বন্ধ করেছে, সেটি দিয়ে সাধারণত ইউরোপে রাশিয়ান গ্যাসের প্রায় ৮ শতাংশ সরবরাহ করা হয়। ওই লাইন দিয়ে দিয়ে মূলত অস্ট্রিয়া, ইতালি, স্লোভাকিয়া এবং পূর্ব ইউরোপের অন্যান্য দেশে গ্যাস সরবরাহ করা হয়। তবে, ইউরোপীয় দেশগুলো বলছে, তারা এখনও রুশ গ্যাস পাচ্ছে।

রাশিয়ার গ্যাস কোম্পানি গ্যাজপ্রম জানিয়েছে, তারা এখনও ইউক্রেনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ করছে।

তবে রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সরবরাহের হিসেবে দেখা গেছে, গতকাল মঙ্গলবার ইউক্রেন হয়ে ইউরোপে ৯৫ দশমিক ৮ ঘনমিটার রুশ গ্যাস সরবরাহ করা হলেও আজ সরবরাহ করা হয়েছে ৭২ মিলিয়ন ঘনমিটার।

এর আগে গতকাল ইউক্রেনের গ্যাস সরবরাহ ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠান জিটিএসওইউ ঘোষণা দেয়, ইউক্রেনের সোখরানভকা গ্যাসলাইন বুধবারই তারা বন্ধ করে দিচ্ছে। ওই লাইন দিয়ে ইউক্রেন হয়ে রাশিয়ার প্রায় এক তৃতীয়াংশ গ্যাস ইউরোপে রপ্তানি করা হয় বলে উল্লেখ করে প্রতিষ্ঠানটি।

Comments