যুক্তরাজ্যের কয়েকজন শীর্ষ সাংবাদিককে নিষিদ্ধ করল রাশিয়া

রুশ সরকারি কর্মকর্তাদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাব এবং ইউক্রেন নিয়ে ‘পক্ষপাতমূলক’ সংবাদ প্রকাশের অভিযোগে যুক্তরাজ্যের বেশ কয়েকজন শীর্ষ সাংবাদিককে নিষিদ্ধ করেছে রাশিয়া।
বিবিসির সাংবাদিক নিক বেক, ওরলা গুয়েরিন ও ক্লাইভ মাইরি। ছবি: সংগৃহীত

রুশ সরকারি কর্মকর্তাদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাব এবং ইউক্রেন নিয়ে 'পক্ষপাতমূলক' সংবাদ প্রকাশের অভিযোগে যুক্তরাজ্যের বেশ কয়েকজন শীর্ষ সাংবাদিককে নিষিদ্ধ করেছে রাশিয়া।

বিবিসি জানিয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় আছেন বিবিসির ক্লাইভ মাইরি, ওরলা গুয়েরিন ও নিক বেক। যারা ইউক্রেন থেকে প্রতিবেদন তৈরি করেছেন। 

২৯ জন শীর্ষ ব্যক্তির ওই তালিকায় কয়েকজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ ছাড়াও আছেন বিবিসির ডিরেক্টর জেনারেল টিম ডেভি।

এ বিষয়ে বিবিসির একজন মুখপাত্র জানান, বিবিসি 'স্বাধীন এবং বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ অব্যাহত রাখবে।'

এ ছাড়া স্কাই টিভি, টাইমস, গার্ডিয়ান, চ্যানেল ফোর ও আইটিভির সাংবাদিকদেরও নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে। 

রাশিয়া ইতোমধ্যে কয়েক শ নির্বাচিত ব্রিটিশ এমপিকেও নিষিদ্ধ করেছে।

তাদের তালিকা সম্প্রসারণের কাজ অব্যাহত থাকবে উল্লেখ করে মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 'তালিকায় অন্তর্ভুক্ত ব্রিটিশ সাংবাদিকরা রাশিয়া, ইউক্রেন ও দনবাসের ঘটনা সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও একতরফা তথ্য প্রচারের সঙ্গে জড়িত। পক্ষপাতমূলক মূল্যায়নের মাধ্যমে তারা ব্রিটিশ সমাজে রুসোফোবিয়াকে উসকে দিতেও অবদান রাখছেন।'

Comments

The Daily Star  | English

Ratan Tata no more

The 87-year-old industrialist was admitted to Breach Candy Hospital for age-related ailments

40m ago