‘অর্থ পরিশোধ না করায়’ ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল রাশিয়া

চলতি মাসে বিদ্যুতের জন্য কোনো অর্থ পরিশোধ না করায় আজ শনিবার ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। 
রাশিয়া
ছবি: সংগৃহীত

চলতি মাসে বিদ্যুতের জন্য কোনো অর্থ পরিশোধ না করায় আজ শনিবার ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। 

বিদ্যুৎ সরবরাহ কোম্পানি আরএও নর্ডিকের বিবৃতির বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে কোম্পানিটি বলে, ৬ মে থেকে বিদ্যুৎ বাবদ ফিনল্যান্ডের কোনো অর্থ তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি। তবে আরএও নর্ডিক আশা করে, এ অবস্থার সমাধান হবে এবং আবারও ফিনল্যান্ডে মস্কোর বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

ফিনল্যান্ডের ট্রান্সমিশন সিস্টেম অপারেটর ফিংগ্রিড জানিয়েছে, রাশিয়া থেকে আমদানি করা বিদ্যুৎ দিয়ে ফিনল্যান্ডের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ মেটানো হয়।  

ফিনগ্রিডের পাওয়ার সিস্টেম অপারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিমা পাইভিনেন বলেছেন, 'রাশিয়া থেকে বিদ্যুৎ আমদানির ঘাটতির পূরণ করা হবে সুইডেন থেকে আরও বেশি বিদ্যুৎ আমদানি এবং ফিনল্যান্ডে আরও বেশি বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে।'

এর আগে গত এপ্রিলে ফিনল্যান্ড রাশিয়া থেকে বিদ্যুৎ আমদানি কমানোর পরিকল্পনার কথা ঘোষণা করে। বিশ্লেষকদের মতে, রাশিয়া থেকে বিদ্যুৎ আমদানি কমিয়ে দিলে ফিনল্যান্ডের বিদ্যুতের দাম ৩০ শতাংশ বেড়ে যাবে।

গতকাল শুক্রবার ফিনল্যান্ডের সংবাদমাধ্যমে বলা হয়েছিল, দেশটি ন্যাটোতে যোগ দিতে চাওয়ায় রাশিয়ার পক্ষ থেকে  বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা আসতে পারে। যদিও বিদ্যুৎ বন্ধের কারণ হিসেবে এ ধরনের কিছু উল্লেখ করেনি মস্কো।  

Comments