জুনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ফ্রান্স: মাখোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: এএফপি
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: এএফপি

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, জুনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারে তার দেশ। 

গতকাল বুধবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।

মাখোঁ আরও জানান, ফ্রান্সের এই সিদ্ধান্তের হাত ধরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেবে, যা তারা এখনো দেয়নি।

ফ্রান্স ফাইভ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট বলেন, 'আমাদেরকে (ফিলিস্তিন রাষ্ট্রের ) স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া নিয়ে এগিয়ে যেতেই হবে। আগামী কয়েক মাসের মধ্যে আমরা তা করব। তবে আমি এটা কাউকে খুশি করার জন্য করছি না। আমি এটা করব কারণ কোনো এক পর্যায়ে এটাই সঠিক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।'

'পাশাপাশি আমি একটি সমন্বিত উদ্যোগে অংশ নিতে চাই। এই উদ্যোগের মাধ্যমে যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তারা ইসরায়েলকেও স্বীকৃতি দেবে। তাদের অনেকেই এখন এ কাজটি করছে না', যোগ করেন তিনি।

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফাইল ছবি: রয়টার্স
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফাইল ছবি: রয়টার্স

প্রায় ১৫০টিরও বেশি দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও জাপানসহ বেশিরভাগ পশ্চিমা শক্তিশালী রাষ্ট্র এখনো দেশটিকে স্বীকৃতি দেয়নি।

ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়া আরব দেশের মধ্যে আছে সৌদি আরব, ইরান, ইরাক, সিরিয়া ও ইয়েমেন।

মাখোঁ বলেন, 'আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে জুনের কোনো এক সময় সৌদি আরবকে পাশে নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা, যেখানে আমরা বেশ কয়েকটি দেশের ইসরায়েল-ফিলিস্তিন উভয় দেশকেই স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করব।'

Comments

The Daily Star  | English

Over 45 lakh cases pending in courts

Each HC judge is burdened with 6,552 cases, while Appellate Division judges are handling 4,446 cases each, and lower court judges 1,977 cases each.

1d ago