ফিনিশ কোম্পানি কক্সবাজারের প্লাস্টিক পুনর্ব্যবহারে আগ্রহী: রাষ্ট্রদূত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিমো লাহদেভিয়ের্তা। ছবি: পিআইডি

বাংলাদেশে নিযুক্ত ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিমো লাহদেভিয়ের্তা আজ রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।

বৈঠকে শিক্ষার্থী-নেতৃত্বাধীন গণআন্দোলন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক ভূ-রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার সরকারের পূর্ণ সমর্থন এবং দেশের সংস্কারে অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত লাহদেভিয়ের্তা বলেন, 'ফিনল্যান্ড সরকার বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য এক মিলিয়ন ইউরো এবং আরও এক মিলিয়ন ইউরো সুশীল সমাজের মাধ্যমে প্রদান করবে।'

অধ্যাপক ইউনূস শিক্ষার্থী বিপ্লব এবং সংস্কার কমিশনের কাজ এবং তার সরকারের কাছ থেকে জনগণের আশা-আকাঙ্ক্ষার কথা বলেন।

তিনি বলেন, 'স্বৈরাচারী শাসক দেশ ছাড়ার পর দেশের অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় ছিল, কিন্তু দ্রুত ও কঠোর সংস্কারমূলক পদক্ষেপ ইতোমধ্যে পরিস্থিতি স্থিতিশীল করতে সহায়ক হয়েছে।'

তিনি যোগ করেন, 'রিজার্ভ বাড়ছে' এবং সরকার বৈদেশিক মুদ্রা রিজার্ভে হাত না দিয়েই আন্তর্জাতিক অর্থ পরিশোধ শুরু করেছে। তিনি আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ক পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নিয়েছেন বলে উল্লেখ করেন।

রাষ্ট্রদূত জানান, আরও ফিনল্যান্ডের ব্যবসায়ীরা বিনিয়োগ নিয়ে বাংলাদেশে আসতে আগ্রহী এবং বিডা কর্তৃক এফডিআই দ্রুত প্রক্রিয়াকরণের আহ্বান জানান। একটি ফিনিশ প্লাস্টিক রিসাইক্লিং কোম্পানি কক্সবাজারে একক ব্যবহারের প্লাস্টিককে প্লাস্টিক শিটে পরিণত করার জন্য পুনর্ব্যবহার করতে আগ্রহী, যা রোহিঙ্গা ক্যাম্পের আশ্রয়কেন্দ্রে ব্যবহার করা যেতে পারে।

রাষ্ট্রদূত আরও জানান, ফিনল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থী ও দক্ষ কর্মী নিয়োগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং কোয়ান্টাম কম্পিউটিং ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে ফিনিশ পক্ষের আগ্রহ রয়েছে।

প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে তার দায়িত্ব পালনে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

The cut-off rate was Tk 121.5 per US dollar

3h ago