ইউক্রেনের জনগণ আশ্রয় নিচ্ছে পোল্যান্ডে

রাশিয়ার হামলা থেকে বাঁচতে ইউক্রেন থেকে পালিয়ে কয়েক হাজার ইউক্রেনের নাগরিক ট্রেনে করে পোলান্ডের প্রজেমিসল শহরে পৌঁছেছে বলে জানিয়েছে পোলান্ড কর্তৃপক্ষ।
পোল্যান্ড ইউক্রেনের নাগরিকদের জন্য কোয়ারেন্টাইন ও কোভিড-১৯ পরীক্ষার প্রয়োজনীয়তা বন্ধ রেখেছে।
হোটেলগুলো সব বুক থাকায় তাদের মধ্যে অনেকেই ট্রেন স্টেশনে ক্যাম্পের বিছানায় রাত কাটিয়েছেন।

ইউক্রেনের নাগরিকদের জন্য ৯টি অভ্যর্থনাকেন্দ্র স্থাপন করেছে পোল্যান্ড। সেখানে তাদের তথ্য, খাবার ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।
এদিকে, পোলান্ডের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিএপি জানিয়েছে, শুক্রবার কয়েক হাজার মানুষ ইউক্রেন থেকে আগত আত্মীয়দের নিতে গাড়িতে করে মেডিকা সীমান্তে আসেন।

পোলান্ডে আসা ইউক্রেনের নাগরিকদের কফি দেওয়া হচ্ছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের নিকটবর্তী অভ্যর্থনা কেন্দ্রে নিয়ে যাচ্ছে।
বিশাল সংখ্যক ইউক্রেনীয় পোল্যান্ডে বসবাস করেন। ধারণা করা হয় ১০ থেকে ২০ লাখের মতো ইউক্রেনীয় সেখানে বাস করেন।
Comments