ইউক্রেন: সীমান্তে রুশ সেনা, সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা

ইউক্রেন সীমান্তে রাশিয়া সেনা মোতায়েনের পর সাইবার আক্রমণের শিকার হয়েছে ইউক্রেনের সরকারি ওয়েবসাইটগুলো। ওয়েবসাইটগুলোতে সতর্কবার্তা দেওয়া হয়েছে। বার্তায় বলা হয়েছে, 'ভয় পাও, সবচেয়ে খারাপ কিছু হতে যাচ্ছে।'
সাইবার হামলার শিকার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে ইউক্রেনীয়, রাশিয়ান ও পোলিশ ভাষায় সতর্ক বার্তা দেওয়া হয়েছে। ছবি: রয়টার্স

ইউক্রেন সীমান্তে রাশিয়া সেনা মোতায়েনের পর সাইবার আক্রমণের শিকার হয়েছে ইউক্রেনের সরকারি ওয়েবসাইটগুলো। ওয়েবসাইটগুলোতে সতর্কবার্তা দেওয়া হয়েছে। বার্তায় বলা হয়েছে, 'ভয় পাও, সবচেয়ে খারাপ কিছু হতে যাচ্ছে।'

শুক্রবার বার্তাসংস্থা রয়টার্স জানায়, ইউক্রেনের অন্তত ৭০টি সরকারি ওয়েবসাইট এই সাইবার হামলার শিকার হয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেও ইউক্রেনীয়, রাশিয়ান ও পোলিশ ভাষায় এ ধরনের সতর্ক বার্তা দেখা গেছে।

কোনো অগ্রগতি ছাড়াই রাশিয়া এবং পশ্চিমা মিত্রদের মধ্যে আলোচনা শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরে এই সাইবার আক্রমণ দেখা যায়।

এর আগে ইউক্রেন সীমান্তে অন্তত ১ লাখ সেনা মোতায়েন করে রাশিয়া।

সাইবার হামলার বার্তা দেখে অনেকে আশঙ্কা করছেন যে ২০১৪ সালে রাশিয়ার ইউক্রেন দখলের মতো এবারও কিছু হতে পারে।

কিয়েভ জানায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে ত্রিমুখী বৈঠকের প্রস্তাব দিয়েছেন।

জেলেনস্কির চিফ অফ স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক বলেন, তার দেশের ভাগ্য 'জীবন ও মৃত্যু'র মধ্যে ঝুলছে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে রাশিয়া আক্রমণের প্রস্তুতি নেবে এবং এতে ওয়াশিংটন উদ্বিগ্ন।

রাশিয়া অবশ্য হামলার পরিকল্পনার বিষয়টি অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, 'রাশিয়া আশা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা আলোচনা আবার শুরু হবে।'

তবে এটি মস্কোর প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটনের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেন তিনি।

Comments

The Daily Star  | English

Sundarbans fire doused after nearly three days: forest official

Firefighters today doused the fire that broke out at Chandpai range of East Sundarbans in Bagerhat on May 3

40m ago