ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি মারা গেছেন

ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি মারা গেছেন। মঙ্গলবার ইতালির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডেভিড সাসোলি। ফাইল ফটো এপি

ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি মারা গেছেন। মঙ্গলবার ইতালির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

ইতালিয়ান সমাজতান্ত্রিক নেতা ও সাংবাদিক ডেভিড সাসোলি ২১০৯ সালের জুলাই থেকে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন।

২০০৯ সালে মধ্য-বাম ডেমোক্রেটিক পার্টিতে যোগ দেওয়ার মাধ্যমে তিনি রাজনীতিতে আসেন এবং সহজেই ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে জয়ী হন। রোমের মেয়র হতে না পেরে তিনি ইউরোপীয় রাজনীতিতে মনোনিবেশ করেছিলেন।

তার মৃত্যুর পর মাল্টার সংসদ সদস্য ও রক্ষণশীল ইউরোপিয়ান পিপলস পার্টির (ইপিপি) নেতা রবার্টা মেটসোলা ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট হবেন বলে আশা করা হচ্ছে।

সাসোলির মৃত্যুতে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি বলেন, 'সাসোলি ছিলেন সাম্য, মানবতা এবং উদারতার প্রতীক। তার এই গুণগুলোর কথা তার সব সহকর্মীরা, সব রাজনৈতিক মহল এবং ইউরোপের প্রতিটি দেশের সবাই জানে।'

সাসোলি গত বছর সেপ্টেম্বরে লিজিওনেলা নিউমোনিয়ায় আক্রান্ত হন এবং তার ইমিউন সিস্টেম সম্পর্কিত জটিলতায় ভোগার পর তিনি ডিসেম্বরে হাসপাতালে ভর্তি হন।

Comments

The Daily Star  | English
Bangladesh to loosen interest rate on IMF prescription

Bangladesh to loosen interest rate on IMF prescription

However, the BB governor did not announce when Bangladesh Bank would introduce the flexible interest rate and exchange rate.

5h ago