দ্বিতীয় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মাখোঁ

ফ্রান্সে পরপর দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন ইমানুয়েল মাখোঁ। রোববার ভোটগ্রহণ শেষে জরিপের ফলাফলের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্যারিসে আইফেল টাওয়ারের পাদদেশে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফল বড় পর্দায় দেখানো হচ্ছে। ছবিছ: রয়টার্স

ফ্রান্সে পরপর দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন ইমানুয়েল মাখোঁ। রোববার ভোটগ্রহণ শেষে জরিপের ফলাফলের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গতবারের মতোই ডানপন্থী প্রতিদ্বন্দ্বী মেরিন লে পেনকে  পরাজিত করে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মাখোঁ।

পোলস্টার জরিপে দেখা যায়, মাখোঁ প্রায় ৫৭ থেকে শতাংশ ভোট পেয়েছেন। জরিপের প্রাথমিক ফলাফল অনুযায়ী, লে পেন পেতে যাচ্ছেন ৪১ থেকে ৪৩ শতাংশ ভোট।

ইপসোস পোলিং ইনস্টিটিউটের জরিপ বলছে, মাখোঁ নির্বাচনের দ্বিতীয় রাউন্ডে পেয়েছেন ৫৮ দশমিক ৮ শতাংশ ভোট। অপরদিকে লে পেন পেয়েছেন ৪১ দশমিক ২ শতাংশ ভোট।

এসব জরিপের ফলাফল সাধারণত নির্ভুল হয় বলে জানিয়েছে রয়টার্স।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সারা দেশের ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি।

প্যারিসে আইফেল টাওয়ারের পাদদেশে চ্যাম্প ডি মার্স পার্কে বড় পর্দায় নির্বাচনের ফলাফল দেখানো হচ্ছিল। মাখোঁর জয়ের বার্তা শোনার পর তার সমর্থকদের সেখানে উল্লাস করতে দেখা যায়।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান বিএফএম টিভিকে বলেন, 'সরকারি নীতিতে ধারাবাহিকতা থাকবে, কারণ প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হয়েছেন।।'

লে পেন পরাজয় স্বীকার করলেও, আগামী জুনের সংসদ নির্বাচনকে সামনে রেখে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

রোববার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে তা রাত ৮টা পর্যন্ত চলে।

এর আগে গত ১০ এপ্রিল ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় বা রানঅফে গড়ায়। 

প্রথম রাউন্ডে মাখোঁ ২৮ থেকে ২৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছিলেন। আর লে পেন পেয়েছিলেন ২৩ থেকে ২৪ দশমিক ৪ শতাংশ ভোট।

ইমানুয়েল মাখোঁর আগে মাত্র ২ জন ফরাসি প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পেরেছিলেন।

Comments

The Daily Star  | English

Battery-run rickshaw drivers set fire to police box in Kalshi

Battery-run rickshaw drivers set fire to a police box in the Kalshi area this evening following a clash with law enforcers in Mirpur-10 area

1h ago