ইসরায়েল-ইরান সংঘাত নিরসনে মধ্যস্ততা করতে পারেন পুতিন, আপত্তি নেই ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিন
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ প্রকাশ করে বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে ইরান ও ইসরায়েল শিগগির 'একটি চুক্তিতে পৌঁছাবে'। আর এই চুক্তির পথ সুগম করতে মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

আজ রোববার এই তথ্য জানিয়েছে সিএনএন, এবিসি নিউজ ও এএফপি।

চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে এবিসি নিউজের সাংবাদিক র‍্যাচেল স্কটকে ট্রাম্প বলেন, 'এটা সম্ভব যে আমরাও এই সংঘাতে জড়াতে পারি'।

তবে তিনি নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্র 'এই মুহূর্তে এই সংঘাতের সঙ্গে জড়িত নয়'।

ট্রাম্প উল্লেখ করেন, ইরান-ইসরায়েলের সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তুত।

ট্রাম্প জানান, পুতিন মধ্যস্থতাকারী হতে চাইলে তার কোনো আপত্তি নেই। তিনি বিষয়টিকে 'খোলা মনে' দেখবেন।

ট্রাম্প বলেন, 'তিনি (পুতিন) প্রস্তুত আছেন। তিনি আমাকে এ বিষয়টি নিয়ে ফোন করেছেন। আমরা এটা নিয়ে অনেক সময় ধরে কথা বলেছি।'

ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সকালে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, 'ইরান ও ইসরায়েলের উচিত চুক্তি (ডিল) করা, এবং তারা সেটা করবে, যেমনটা আমি ভারত ও পাকিস্তানের মধ্যে (শান্তি চুক্তি) করিয়েছিলাম'। 

ওই পোস্টে তিনি বিভিন্ন সময়ে বৈশ্বিক সংঘাত নিরসনে নিজের ইতিবাচক ভূমিকার উদাহরণ দেন। তিনি দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও সার্বিয়া-কসোভো ও মিসর-ইথিওপিয়ার মধ্যে শত্রুভাবাপন্ন সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছিলেন তিনি।

'একইভাবে, ইসরায়েল ও ইরানের মধ্যেও আমরা খুব শিগগির শান্তি প্রতিষ্ঠা করা হবে। এখন বহু ফোনালাপ ও বৈঠক চলছে', যোগ করেন ট্রাম্প।

তেহরানের শারান তেলের ডিপোতে ইসরায়েলি হামলার পর আগুন ধরে যায়। ছবি: রয়টার্স
তেহরানের শারান তেলের ডিপোতে ইসরায়েলি হামলার পর আগুন ধরে যায়। ছবি: রয়টার্স

ট্রাম্প বলেন, দুই দেশের সংঘাত থামাতে 'অসংখ্য ফোনকল ও বৈঠক হচ্ছে'।

ট্রাম্প দাবি করেন, 'আমি অনেক কিছু করি, কিন্তু কখনো কৃতিত্ব পাই না—তবে এতে কোনো সমস্যা নেই, জনগণ  ঠিকই তা বুঝে নেয়।'

এরপর তিনি তার পোস্টের শেষে নিজের নির্বাচনী প্রচারণা 'মেক আমেরিকা গ্রেট এগেইনের' আদলে লেখেন,  'মেক দ্য মিডল ইস্ট গ্রেট অ্যাগেইন!'

 

Comments

The Daily Star  | English

Yunus thanks foreign medical teams for treating Milestone crash victims

A delegation of 21 physicians and nurses from Singapore, China, and India met Yunus at Jamuna

4h ago