৪০ মিনিট কথা বলেছেন বাইডেন ও জেলেনস্কি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার নিষেধাজ্ঞা ও প্রতিরক্ষা সহায়তার বিষয়ে কথা বলেছেন। খবর সিএনএন।
হোয়াইট হাউস নিশ্চিত করেছে, বৈঠকটি সকাল ১১টা ৫২ মিনিটে শুরু হয় এবং শেষ হয় দুপুর ১২টা ৩২ মিনিটে। দুই নেতা ৪০ মিনিট কথা বলেছেন।
বৈঠকের পরে, জেলেনস্কি টুইট করেছেন দু'জন- নিষেধাজ্ঞা জোরদার করা, প্রতিরক্ষা সহায়তা এবং যুদ্ধবিরোধী জোট নিয়ে আলোচনা করেছেন।
তবে, বৈঠকের আর কোনো বিস্তারিত জানা যায়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট তার অফিসিয়াল টুইটারে এই বৈঠকের বিস্তারিত বিবরণ শেয়ার করে বলেছেন।
জেলেনস্কি বলেছিলেন, আমাদের দেশকে রক্ষা করার লড়াইয়ে আমরা একা হয়ে পড়েছে।
এরপরেই প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কথা হয় জেলেনস্কির।
জেলেনস্কি আরও বলেছিলেন, ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের নিশ্চয়তা দিতে কে প্রস্তুত? সত্যি কথা বলতে কি সবাই ভয় পায়। আজ আমি ২৭ জন ইউরোপীয় নেতাকে জিজ্ঞেস করলাম, ইউক্রেন ন্যাটোতে থাকবে কি না। কিন্তু, সবাই ভয় পায়, সাড়া দেয় না। তবে, আমরা ভয় পাই না।
Comments