বাণিজ্যিক ট্যাঙ্কারে হামলা চালিয়ে ‘বড় ভুল’ করেছে ইরান

ইরান গত সপ্তাহে বাণিজ্যিক ট্যাঙ্কারে হামলা চালিয়ে ‘বড় ভুল’ করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রবীণ সেনা কর্মকর্তা জেনারেল নিক কার্টার।
ছবি: রয়টার্স

ইরান গত সপ্তাহে বাণিজ্যিক ট্যাঙ্কারে হামলা চালিয়ে 'বড় ভুল' করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রবীণ সেনা কর্মকর্তা জেনারেল নিক কার্টার।

আরব নিউজ জানিয়েছে জেনারেল নিক কার্টার বিবিসিকে বলেন, মৌলিকভাবে আমাদের যা করা দরকার তা হচ্ছে ইরানের বেপরোয়া আচরণ বন্ধের আহ্বান জানানো। আমাদের প্রতিরোধ ব্যবস্থা পুনরুদ্ধার করতে হবে। কারণ, যদি তাদের এমন আচরণ বাড়তে থাকে তাহলে তা উপসাগরীয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য খুব বিপর্যয়কর হবে।'

গত সপ্তাহে লাইবেরিয়ার পতাকাবাহী মার্সার স্ট্রিট ট্যাঙ্কারে হামলায় একজন ব্রিটেন ও রোমানিয়ান নিহত হন। নিহত ব্রিটিশ নাগরিক আদ্রিয়ান আন্ডারউড নিরাপত্তা ঠিকাদার হিসেবে কাজ করছিলেন। এই হামলার জন্য যুক্তরাজ্য এবং রোমানিয়া ইরানকে দায়ী করেছে। তবে, ইরান সেই অভিযোগ অস্বীকার করেছে।

আরব নিউজ জানায়, ২০১৯ সাল থেকে সামুদ্রিক হামলায় তেহরানের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। এসব হামলায় সৌদি আরব এবং ইসরায়েল এবং তাদের মিত্রদের ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে, ইরান বারবার এসব অভিযোগ অস্বীকার করে এসেছে।

স্বাধীন ভূ-রাজনৈতিক গবেষক কাইল অরটন আরব নিউজকে বলেন, জেনারেল কার্টার বলেছেন- ইরান আন্ডারউডকে হত্যাকারী হামলা চালিয়ে একটি 'বড় ভুল' করেছে। কারণ, ইতোমধ্যে এর প্রতিক্রিয়া 'আন্তর্জাতিক' হয়ে উঠেছে। তিনি সঠিক কথাই বলেছেন- প্রতিরোধ ব্যবস্থা পুনরুদ্ধার করতে হবে, কারণ এটি ছাড়া ইরানের বেপরোয়া আচরণ বাড়তে থাকবে।'

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, ট্যাঙ্কার হামলার প্রতিক্রিয়ায় তার দেশ 'বিশ্বকে এক করতে করছে'।

ইরানকে সতর্ক করে দিয়ে তিনি আরও বলেন, 'যদি তা না হয়। আমরাও জানি কীভাবে একা কাজ করতে হয়।'

তিনি বলেন, ইরানিদের বুঝতে সমগ্র মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে তেহরানে শান্তিপূর্ণভাবে বসে থাকা অসম্ভব। সেই দিন শেষ হয়ে গেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই হামলায় 'সম্মিলিত প্রতিক্রিয়া' জানানোর আহ্বান করেছেন।

Comments

The Daily Star  | English

Bangladesh to loosen interest rate on IMF prescription

However, the BB governor did not announce when Bangladesh Bank would introduce the flexible interest rate and exchange rate.

3h ago