জো বাইডেন করোনা আক্রান্ত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জো বাইডেন। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, তিনি এখন হোয়াইট হাউসে আইসোলেশনে আছেন।

বাইডেনের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেছেন, ৭৯ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট করোনার টিকার সম্পূর্ণ ডোজ নিয়েছেন। ২ বার বুস্টার ডোজও নিয়েছেন তিনি।

বাইডেনের লক্ষণগুলো খুব হালকা এবং নেগেটিভ হওয়ার আগ পর্যন্ত তিনি আইসোলেশনে থেকে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে যাবেন বলে জানিয়েছেন জিন-পিয়েরে।

এ সময় টেলিফোন ও জুমের মাধ্যমে বৈঠকেও অংশ নেবেন বাইডেন।

প্রেসিডেন্ট অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলোভিড খাচ্ছেন বলেও জানান জিন-পিয়েরে।

Comments