ইকবালের কিছু নেই

ছবি: জাহাঙ্গীর ভুঁইয়া

সুনামগঞ্জ শহরে গত কয়েক দিন কেবল চিড়া-মুড়ি খেয়েই দিন কাটছে ইকবাল মিয়ার। উপায় না পেয়ে থই থই পানিতেই রিকশা নিয়ে নেমেছেন। বলেন, 'কোনটা শহর, কোনটা হাওর বোঝার উপায় নাই। কখন ভেসে যাই ঠিক নাই। কিন্তু কোনো উপায় তো পাচ্ছি না।'

ইকবালের বাড়ি তাহিরপুর উপজেলায়। কোরবানি ঈদের আগে বাড়তি কিছু আয়ের জন্য তিনি সুনামগঞ্জ শহরে এসেছিলেন রিকশা চালানোর জন্য। এখন বন্যায় আটকা পড়েছেন।

ইকবাল বলেন, 'গোলায় কিছু ধান ছিল। একটি গরুও ছিল বাড়িতে। কিন্তু বানের পানিতে সব ভাসিয়ে নিয়ে গেছে। শুনেছি মা-বউ একটি আশ্রয়কেন্দ্রে উঠেছে। তারা সেখানে কীভাবে আছে, কেমন আছে- কিছু জানি না।'

গতকাল শনিবার সুনামগঞ্জ শহর থেকে ছবিটি তুলেছেন জাহাঙ্গীর ভুঁইয়া

Comments

The Daily Star  | English

Diplomatic push loses steam

Iran says European proposals ‘unrealistic’; Trump says Europe’s diplomacy unlikely to yield results

6h ago