শেরপুর-ময়মনসিংহ-নেত্রকোণায় এখনো পানিবন্দি ৬৩ হাজার পরিবার

শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণার সাম্প্রতিক বন্যায় এখনো ৬৩ হাজার ১৭১ পরিবার পানিবন্দি অবস্থায় আছে।
শেরপুরের বন্যা। ছবি: স্টার

শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণার সাম্প্রতিক বন্যায় এখনো ৬৩ হাজার ১৭১ পরিবার পানিবন্দি অবস্থায় আছে।

তিন জেলার ১৩ উপজেলার ২ লাখ ৩৮ হাজার ৩৯১ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আজ বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় চলমান বন্যার সার্বিক পরিস্থিতি প্রকাশ করেছে।

এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা জানান, বন্যা পরিস্থিতির ক্রমে উন্নতি হচ্ছে।

মন্ত্রণালয় জানায়, বন্যায় তিন জেলায় ১০ জন মারা গেছেন। এর মধ্যে শেরপুর জেলায় ৮ জন এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, পানিবন্দিদের আশ্রয়ের জন্য মোট ১৪০ আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে বর্তমানে মোট ১ হাজার ৩৩৭ জন এবং ৫৬১টি গবাদি পশু আছে।

এছাড়া, বন্যায় ক্ষতিগ্রস্ত তিন জেলায় ত্রাণ হিসেবে ৭২ লাখ টাকা, ৪ হাজার ৪০০ টন ত্রাণের চাল, ৭ হাজার প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া শিশুখাদ্য বাবদ ১৫ লাখ এবং গো-খাদ্য বাবদ ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত সচিব।

 

Comments

The Daily Star  | English

Inflation down by one percent: Salehuddin

Govt has been able to stabilise the market situation

53m ago