প্রবল স্রোতে সুরমায় নৌকাডুবি, শিশুসহ নিখোঁজ ৩

দুপুর আড়াইটা পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি
সুনামগঞ্জে সুরমা নদীতে নৌকা ডুবে শিশুসহ তিন জন নিখোঁজের ঘটনায় উদ্ধার অভিযান চলছে। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে সুরমা নদীতে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে নৌকা ডুবে এক শিশুসহ দুই নারী নিখোঁজ হয়েছেন। আজ সকাল ১১টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন উপজেলার আজমপুর গ্রামের সরকারি আশ্রয়ণের বাসিন্দা জোৎস্না বেগম (৩৫) ও তার দেড় বছরের মেয়ে হাফিজা এবং দুলু বেগম (৭০)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে দোয়ারাবাজারের উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহের নিগার জানান, ছোট একটি খেয়া নৌকা করে আজমপুর থেকে সুরমা পাড় হয়ে দোয়ারাবাজার সদরে আসার সময় পাহাড়ি ঢলের প্রবল স্রোতে নৌকা উল্টে যায়।

নৌকার মাঝি এবং অপর তিন যাত্রী স্থানীয়দের সহায়তায় পাড়ে পৌঁছাতে পারলেও শিশুসহ তিন জন পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন বলে জানান তিনি।

ঘটনাস্থল থেকে নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদের নিয়ে অভিযান শুরু করেছে দোয়ারাবাজার থানা পুলিশ তবে দুপুর আড়াইটা পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে দোয়ারাবাজার থানার উপ-পরিদর্শক ফরিদ মিয়া।

Comments