বইমেলায় বঙ্গবন্ধুকে নিয়ে শতাধিক বই

জাতির জনক বঙ্গবন্ধু নিয়ে শ্রাবণ প্রকাশনীর বই। ছবি: ইমরান মাহফুজ/স্টার

অমর একুশে গ্রন্থমেলায় প্রবেশপথ দিয়ে ঢুকতেই উত্তরার এক স্কুল শিক্ষক সায়েদ শাহীনের সঙ্গে দেখা হলো। তিনি সোহরাওয়ার্দী উদ্যানে বাংলা একাডেমির প্যাভিলিয়ন থেকে কিনে নিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'কারাগারের রোজনামচা'। বইটা মূলত বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন সময়ের কারাবাসের ঘটনা নিয়ে লেখা।

জাতির জনক বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষে শুধু বাংলা একাডেমি থেকেই প্রায় শতাধিক নতুন বই প্রকাশ হয়েছে। লেখকেরা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন। গবেষণাধর্মী ছাড়াও প্রকাশ হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে গল্প, উপন্যাস, কবিতার সংকলন। এগুলো একটা অংশ বইমেলায় বিক্রিও হচ্ছে।

সময়, আগামী, বাতিঘর, প্রথমা, আদর্শ, জিনিয়াস, হাক্কানী, মাওলা, অন্য প্রকাশ, শ্রাবণসহ প্রায় সব প্রকাশনী থেকেই বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বই প্রকাশ হয়েছে। বঙ্গবন্ধুকে বুঝতে, তার রাজনীতি ও দর্শন বুঝতে, তার জীবনের বিভিন্ন সময়ের ঘটনা জানতে বইগুলো ভূমিকা রাখবে।

যোগাযোগ করা হলে বাংলা একাডেমির পরিচালক ও গবেষক ড. জালাল আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'জন্ম শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে পরিকল্পিতভাবে গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছি। জাতির পিতা আমাদের সমাজ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। সেই ভাবনা ও আগ্রহের জায়গা থেকেই আমাদের এসব কাজ করা হয়েছে।'

জাতির জনক বঙ্গবন্ধু নিয়ে বাংলা একাডেমির প্রকাশিত বই। ছবি: ইমরান মাহফুজ/স্টার

শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবীন আহসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা সারা বছর বই প্রকাশ করি। তার মধ্যেই বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণাধর্মী গুরুত্বপূর্ণ কিছু বই প্রকাশ করেছি। মেলা ছাড়াও এসব বই সারা বছর বিক্রি করতে পারব।'

বঙ্গবন্ধুকে নিয়ে এবার প্রকাশিত বইয়ের দীর্ঘ তালিকার মধ্যে আছে-বাংলা একাডেমি থেকে কথাসাহিত্যিক রফিকুর রশিদের বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকার, প্রাবন্ধিক স্বরচিত সরকারের বঙ্গবন্ধু ও বাংলা ভাষা, অধ্যাপক দিব্যদুতি সরকারের বঙ্গবন্ধুর কারাগার জীবন, গবেষক সাইমন জাকারিয়ার সাধক কবিদের গানে বঙ্গবন্ধু, ছড়া কবিতায় বঙ্গবন্ধু, গল্পে বঙ্গবন্ধু উল্লেখযোগ্য।

এই ছাড়া আগামী প্রকাশনী থেকে আব্দুল গাফ্‌ফার চৌধুরীর গান্ধীর দর্শন এবং শেখ মুজিবের রাজনীতি, বঙ্গবন্ধু: মধ্যরাতের সূর্যতাপস, বঙ্গবন্ধুর বাংলাদেশ ও শেখ হাসিনা, শ্রাবণ থেকে জয়দুল হোসেনের বঙ্গবন্ধু অসমাপ্ত দ্বিতীয় বিপ্লব, আফসান চৌধুরীর শেখ মুজিব রহমান এবং বাংলাদেশ, খোন্দকার মোহাম্মদ ইলিয়াসের মুজিববাদ প্রকাশিত হয়েছে।

এর বাইরে আজ সোমবার প্রকাশিত নতুন বইয়ের মধ্যে আছে-পলল থেকে শান্তি মারিয়ার আমি বেগম বাজারের মেয়ে, খান মাহবুবের পূর্বাপরে আফগানিস্তান, স্টুডেন্ট ওয়েজ থেকে মাহমুদুল বাসারের সিরাজুদ্দৌলা থেকে শেখ মুজিব, জিনিয়াস পাবলিকেশন থেকে শেখ হাসিনা, মুজিব বাংলার বাংলা মুজিবের, স্বরে আ থেকে হাসান মাহমুদের বাঙালি মুসলমান প্রশ্ন।

Comments

The Daily Star  | English
Apparel Buyers Delay Price Increases Post-Wage Hike Promise

Garment exports to US grow 17%

Bangladesh shipped apparels worth $5.74 billion in the July-March period to the USA

9h ago