কল্যাণপুর জলাধার উদ্ধার করে হবে ইকোপার্ক?

হাতিরঝিলের মতো রাজধানীর কল্যাণপুরেও জলাধার এবং বিনোদন অঞ্চল করার পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রায় পুরোটা দখল হয়ে যাওয়া কল্যাণপুরের জলাধারকে পুনরুদ্ধার করে সে অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। অপরদিকে নান্দনিক নকশা এবং বিনোদনের বিভিন্ন সুযোগ-সুবিধা রেখে সাজানো হবে ইকোপার্ক।

হাতিরঝিলের মতো রাজধানীর কল্যাণপুরেও জলাধার এবং বিনোদন অঞ্চল করার পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রায় পুরোটা দখল হয়ে যাওয়া কল্যাণপুরের জলাধারকে পুনরুদ্ধার করে সে অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। অপরদিকে নান্দনিক নকশা এবং বিনোদনের বিভিন্ন সুযোগ-সুবিধা রেখে সাজানো হবে ইকোপার্ক।

স্টার কানেক্টসে দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার হেলিমুল আলমের সঙ্গে যুক্ত হয়েছেন প্রকল্পটির নকশাকার স্থপতি ইকবাল হাবিব। তিনি জানিয়েছেন, কল্যাণপুর প্রকল্প কবে হবে, কী থাকছে সেখানে এবং জলাবদ্ধতা নিরসনে প্রকল্পের ভূমিকা।

Comments