কেমন ছিল বাংলাদেশের এবারের এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স?

এশিয়ান ফুটবলে শ্রেষ্ঠত্ব নির্ধারণের টুর্নামেন্ট এএফসি এশিয়ান কাপ। ১৯৮০ সালে প্রথমবারের মতো টুর্নামেন্টটির  মূল পর্বে বাংলাদেশ খেললেও, এরপর থেকে আজ পর্যন্ত আর কোনোবারই বাছাইপর্ব পার করতে পারেনি দলটি।

এশিয়ান ফুটবলে শ্রেষ্ঠত্ব নির্ধারণের টুর্নামেন্ট এএফসি এশিয়ান কাপ। ১৯৮০ সালে প্রথমবারের মতো টুর্নামেন্টটির  মূল পর্বে বাংলাদেশ খেললেও, এরপর থেকে আজ পর্যন্ত আর কোনোবারই বাছাইপর্ব পার করতে পারেনি দলটি।

চলতি মাসে মালয়েশিয়াতে অনুষ্ঠিত এবারের আসরের ই-গ্রুপের বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল যথাক্রমে বাহরাইন, তুর্কমেনিস্তান এবং মালয়েশিয়া। সব মিলিয়ে কেমন ছিলো বাংলাদেশের এবারের এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স? নতুন কোচ হাভিয়ার ক্যাবরেরার অধীনে বাংলাদেশের কৌশলগুলো কতটুকু সফল বা ব্যর্থ হয়েছে?

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

2h ago