ডিজিটাল এজেন্সি হতে চলেছে এটুআই, উদ্বিগ্ন দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান

একটি খসড়া আইনের মাধ্যমে সরকারের এটুআই প্রোগ্রাম এজেন্সি টু ইনোভেশন নামে একটি পূর্ণাঙ্গ সরকারি সংস্থায় পরিণত করার প্রস্তাব অনুমোদন পেয়েছে মন্ত্রিসভায়। 

যে কারণে স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মনে করছে দেশের সফটওয়্যার এবং ডিজিটাল উদ্ভাবন শিল্পে সরকারি কোনো প্রতিষ্ঠানের প্রবেশ অসম প্রতিযোগিতা সৃষ্টি করবে। 

স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এই ধারণা কতটুকু যৌক্তিক? এটুআই কেন একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে ডিজিটাল শিল্পে প্রবেশ করতে চায়?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে দেশের সফটওয়্যার এবং ডিজিটাল উদ্ভাবন খাতে সরকারি প্রতিষ্ঠানের প্রবেশে প্রভাব নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার জায়মা ইসলাম।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

3h ago