টুইটারের প্রতিদ্বন্দ্বী ইনস্টাগ্রাম থ্রেডস, ৪ ঘণ্টায় ৫০ লাখ নিবন্ধন

টুইটারের অনুরূপ মাইক্রোব্লগিং অ্যাপ 'থ্রেডস' চালু করেছে মেটা। ছবি: এএফপি
টুইটারের অনুরূপ মাইক্রোব্লগিং অ্যাপ 'থ্রেডস' চালু করেছে মেটা। ছবি: এএফপি

টুইটারের অনুরূপ মাইক্রোব্লগিং অ্যাপ 'থ্রেডস' চালু করেছে মেটা। ইনস্টাগ্রামের সহযোগী অ্যাপ হিসেবে আজকে থেকে এটি অ্যান্ড্রয়েড ও অ্যাপলের অ্যাপস্টোরে পাওয়া যাচ্ছে।

আজ বৃহস্পতিবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

মার্ক জাকারবার্গ জানান, 'লঞ্চের ২ ঘণ্টার মধ্যেই থ্রেডস এ ২০ লাখ ব্যবহারকারী নিবন্ধন করেছেন।' ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে থ্রেডস টুইটারকে ছাড়িয়ে যাবে বলে আশা করছেন তিনি। 

আজ বাংলাদেশ সময় ভোর ৫টায় থ্রেডস চালু হয়। শুরু থেকেই শাকিরা ও জ্যাক ব্ল্যাকের মতো তারকা ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সচল ছিল। এছাড়াও, গণমাধ্যম প্রতিষ্ঠান হলিউড রিপোর্টার, ভাইস ও নেটফ্লিক্সের অ্যাকাউন্টও সচল ছিল।

থ্রেডস এর সম্ভাবনা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ ভাবছেন ইনস্টাগ্রামের সঙ্গে সংযুক্তি থ্রেডের জন্য একটি বড় সুবিধা হতে পারে। ইনস্টাগ্রামের লগইন ও পাসওয়ার্ড ব্যবহার করেই থ্রেডস ব্যবহার করা যায় এবং ধারণা করা হচ্ছে, ইনস্টাগ্রামের ২০ লাখ ব্যবহারকারীদের বড় একটি অংশ এটি ব্যবহার করবেন।

অপরদিকে, নতুন প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনো ও ইলন মাস্ক নানা সমস্যায় জর্জরিত টুইটার প্ল্যাটফর্মকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছেন। তবে কিছু বিশ্লেষক জানান, টুইটারের ইন্টারফেসটি সংবাদ-বান্ধব। ইনস্টাগ্রামের মতো একটি ছবি নির্ভর প্ল্যাটফর্মের জন্য তা অনুকরণ করা বা টুইটারকে ছাড়িয়ে যাওয়া খুব সহজ হবে না।

থ্রেডস, টুইটারকে ছাড়িয়ে যেতে পারবে কি না, এ প্রশ্নের জবাবে জাকারবার্গ বলেন, 'এরকম হতে কিছু সময় লাগবে। কিন্তু আমার মতে এমন একটি প্ল্যাটফর্ম থাকা উচিৎ, যেখানে ১০০ কোটিরও বেশি মানুষ থাকবে এবং উন্মুক্ত আলোচনা করা যাবে। টুইটারের সে সুযোগ ছিল, কিন্তু তারা সে সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। আশা করি আমরা পারব।'

এর আগে তিনি থ্রেডসকে একটি 'আলোচনার জন্য উন্মুক্ত ও বন্ধুত্বপূর্ণ পাবলিক স্পেস' বলে অভিহিত করেন। তিনি জানান, এই অ্যাপের উদ্দেশ্য হল 'ইনস্টাগ্রামের সেরা ফিচারগুলোকে নিয়ে একটি নতুন অভিজ্ঞতা সৃষ্টি করা।'

 

Comments

The Daily Star  | English

Banking fix may cost $5b-$6b

Says finance adviser; the amount is way below IMF’s $35b estimate

14h ago