৩টা পর্যন্ত ৫২ শতাংশ ভোট পড়েছে: রিটার্নিং কর্মকর্তা

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৫২ শতাংশ ভোট পড়েছে।
কুমিলা মডার্ন হাই স্কুল ভোটকেন্দ্রের ভোটগ্রহণ। ছবি: রাশেদ সুমন/স্টার

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৫২ শতাংশ ভোট পড়েছে।

আজ বুধবার বিকেলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আমরা নিজস্ব পদ্ধতি ব্যবহার করে হিসাব করে দেখেছি বিকেল ৩টা পর্যন্ত ৫২ শতাংশ ভোট পড়েছে।'

'তবে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের সময় মোট কত শতাংশ ভোট পড়েছে তা জানা যাবে,' যোগ করেন তিনি।

ভোট শান্তিপূর্ণ হওয়ায় সন্তোষ প্রকাশ করে সে সময় তিনি আরও বলেন, 'কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং বৃষ্টি না হলে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে।'

এবার কুমিল্লা সিটি নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬। আর হিজড়া ভোটার ২ জন।

এবারের নির্বাচনে মেয়র পদে ৫, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী হয়েছেন। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডেই ইভিএমে ভোটগ্রহণ করা হয়েছে।

Comments