মুরাদনগরে উপদেষ্টা আসিফ ও বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

মুরাদনগরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 

আজ বুধবার মুরাদনগর উপজেলা সদরে উপদেষ্টা আসিফ মাহমুদের সমর্থক ও স্থানীয় বিএনপিকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মুরাদনগরের আল্লাহ চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও উপদেষ্টা আসিফ মাহমুদের সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে আসেন। সেখানে তারা একটি সমাবেশের জড়ো হন।

এ সময় সমাবেশ লক্ষ করে পাশের জেলা পরিষদ মার্কেট থেকে বিএনপিকর্মীরা ইট-পাটকেল ছোড়ে। এরপরই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষে এনসিপির বেশ কয়েকজন সমর্থক আহত হন।

আহত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শেখর দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিক্ষোভ মিছিল নিয়ে আল্লাহ চত্বরে এসে সমাবেশ শুরু করার পরপরই স্থানীয় বিএনপির লোকেরা আমাদের লক্ষ করে ইট-পাটকেল ছোড়ে। এ সময় আমাকে মারধর করা হয়। এতে আমার মাথা ফেটে যায়।'

মিছিলে আসা নাগরিক সমাজের আহ্বায়ক মিনাজুল হক অভিযোগ করে বলেন, 'উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। মিছিল নিয়ে আসার পর ইট-পাটকেল ছুড়ে আমাদেরকে ধাওয়া দিতে থাকে। ফলে সমাবেশ থেকে আমাদের সমর্থকরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে।'

এ বিষয়ে জানতে মুরাদনগর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আসিফ মাহমুদের সমর্থকদের ওপর বিএনপির সমর্থকরা হামলা করেনি। হামলার অভিযোগটি একেবারেই মিথ্যাচার। আজকে ছাত্রদলের প্রতিবাদ সভা ছিল আসিফ মাহমুদ কর্তৃক মিথ্যা মামলায় বিএনপির নেতাকর্মীদের জেল খাটার প্রতিবাদে। এটা আমাদের পূর্বঘোষিত প্রোগ্রাম ছিলো। আসিফের সমর্থকরা বিনা উস্কানিতে আমাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। তারা পুলিশ প্রহরায় সভা-সমাবেশ করে আমাদের ওপর হামলা করেছে।'

জানতে চাইলে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এনসিপির সমর্থনে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল। এর মধ্যে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে এনসিপির বেশ কিছু সমর্থক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যবস্থা নেয়।'

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago