অবশেষে পাবনায় পিসিআর ল্যাব চালু

দেশে করোনা মহামারি শুরু হওয়ার প্রায় ১৬ মাস পর করোনার নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব চালু করা হয়েছে পাবনায়। আজ বুধবার দুপুরে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের এ পিসিআর ল্যাব উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
স্বাস্থ্য মন্ত্রণালয় জুন মাসের শেষ সপ্তাহে পাবনার জন্য পিসিআর মেশিন বরাদ্দ দিলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকবলের অভাবে প্রায় এক মাস ল্যাবটির কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
জেলা স্বাস্থ্য বিভাগ ও পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, পিসিআর ল্যাবের মূল যন্ত্রাংশ নিয়ে আসা হলেও কিছু যন্ত্রাংশ পাওয়া নিয়ে সংশয় দেখা দেয়। এ ছাড়া, প্রয়োজনীয় লোকবল না থাকায় ল্যাবের কাজ শুরু করতে দেরি হয়। পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্যের আর্থিক সহায়তায় ল্যাবের যন্ত্রাংশ সংগ্রহ এবং লোকবল নিয়োগের পর ল্যাবটির কার্যক্রম চালু করা সম্ভব হয়েছে।
পাবনা জেলা সিভিল সার্জন ডা. মনিসার চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'পিসিআর মেশিন চালানোর জন্য তিন জন টেকনিশিয়ান দেওয়া হলেও ল্যাব কার্যক্রম চালানোর জন্য পরিচ্ছন্নতাকর্মী, ডাটা এন্ট্রি অপারেটরসহ প্রয়োজনীয় ছয় জন লোকের বেতন ও অন্যান্য সুবিধা দেওয়ার জন্য পাবনা-৫ আসনের সংসদ সদস্য দায়িত্ব নেওয়ার পর ল্যাব কার্যক্রম চালু করা হয়।'
সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন, 'মহামারির এই কঠিন সময়ে পাবনার মানুষের করোনা পরীক্ষার সুযোগ না থাকায় দীর্ঘদিন দুর্ভোগ পোহাতে হয়েছে। পিসিআর ল্যাব চালুর মধ্য দিয়ে সে দুর্ভোগ শেষ হয়েছে। এখন করোনা পরীক্ষার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না।'
দীর্ঘদিন ধরে পাবনায় করোনা পরীক্ষার সুযোগ না থাকায় রোগীদের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হতো। এরপর সিরাজগঞ্জ ল্যাব থেকে পরীক্ষা করা হতো। এর ফলে রিপোর্ট পেতে অনেক ভোগান্তি পোহাতে হতো এবং অপেক্ষাকৃত কম রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে।
Comments