চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ১৩.৬৯ শতাংশ, রোগী বেশি মহানগরে

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ৫১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।
করোনা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ৫১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।

আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় শনাক্ত ৭০ জনের মধ্যে ৫০ জনই মহানগর এলাকার বাসিন্দা। বাকি ২০ জনের বাড়ি বিভিন্ন উপজেলায়। এ নিয়ে মহানগর এলাকায় ৯২ হাজার ৬০৬ ও উপজেলায় ৩৪ হাজার ৬০০ জনের করোনা শনাক্ত হলো। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ২০৬ জনে দাঁড়িয়েছে।

মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মহানগর এলাকায় ৭৩৪ ও উপজেলায় ৬২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় সাতকানিয়া উপজেলায় ৩ জন, বাঁশখালীতে ২ জন, আনোয়ারার ৪ জন, পটিয়ায় ৫ জন, রাউজানে ২ জন ও হাটহাজারীতে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

Comments