মমেক করোনা ইউনিটে আজও মৃত্যু ১, জুলাইয়ের ২০ দিনে ৯

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
Corona.jpg
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

আজ বুধবার সকালে মমেক হাসপাতালের ফোকাল পারসন (কোভিড) ডা. মো. মহিউদ্দিন খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে কল্পনা রানী নামে একজন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ময়মনসিংহের সদর উপজেলার বাসিন্দা।

মহিউদ্দিন আরও জানান, মমেক হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৩৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ৯ জন করোনায় আক্রান্ত, বাকিদের সংক্রমণের উপসর্গ রয়েছে। আইসিইউতে চিকিৎসাধীন ২ জন।

হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন ভর্তি হয়েছেন ৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। এই সময়ে ওয়ান স্টপ ফ্লু কর্নারে সেবা নিয়েছেন ৮২ জন, টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৪ জন বলে জানান তিনি।

জুলাইয়ের ২০ দিনে মমেক করোনা ইউনিটে ৯ জনের মৃত্যু হয়েছে। ১৩ ও ১৮ জুলাই মারা গেছেন ২ জন করে ৪ জন। এ ছাড়া, ৪ জুলাই, ১১, ১৫, ১৭ জুলাই একজন করে মারা গেছেন।

Comments