আরব আমিরাতে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত

ছবি: রয়টার্স

সংযুক্ত আরব আমিরাতে বিরল সংক্রামক রোগ মাঙ্কিপক্সে আক্রান্ত প্রথম ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত নারীর বয়স ২৯ বছর। তিনি আফ্রিকার পশ্চিমাঞ্চল থেকে এসেছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্ত্রণালয়ের পক্ষ নাগরিকদের আশ্বস্ত করে বলা হয়েছে, সংক্রমণ প্রতিরোধে সব ধরনের নিরপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিভিন্ন দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি 'নিবিড়ভাবে' পর্যবেক্ষণ করছিল উল্লেখ করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, তাদের পূর্ব প্রস্তুতি জোরালো থাকায় আমিরাতে মাঙ্কিপক্স শনাক্ত সম্ভব হয়েছে।

মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, 'সন্দেহভাজনদের শনাক্তের ব্যবস্থা নেওয়া হয়েছে। মহামারি প্রতিরোধে কারিগরি উপদেষ্টা দল আগেভাগেই রোগ শনাক্তকরণ, রোগীর যথাযথ চিকিৎসা ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য দিকনির্দেশনা দিয়েছে।'

গুজবে কান না দেওয়ার আহ্বানের পাশাপাশি মন্ত্রণালয় সবাইকে সরকারি তথ্য জেনে নিতে বলেছে।

গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বব্যাপী এ রোগে আক্রান্ত বা আক্রান্ত হওয়ার সন্দেহে আছেন এমন ব্যক্তির সংখ্যা ২৫০ জনের বেশি।

এর আগে, আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, প্রাথমিকভাবে মধ্য ও পশ্চিম আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে মাঙ্কিপক্স দেখা যায়। তারপর তা অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে।

আক্রান্ত ব্যক্তি বা পশুর সংস্পর্শে এলে এ রোগ অন্যের মধ্যেও সংক্রমিত হয়।

প্রতিবেদনে বলা হয়, মাঙ্কিপক্সের উপসর্গ সাধারণত ৭ থেকে ১৪ দিন পর্যন্ত থাকতে পারে। কখনো তা ২১ দিন পর্যন্তও থাকে।

Comments

The Daily Star  | English

CA terms trade deal with US ‘a decisive diplomatic victory’

"Our negotiators have demonstrated remarkable strategic skill,” said Yunus

1h ago