২৪ ঘণ্টায় শনাক্ত হার বেড়ে ৩.৮৮ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও শনাক্তের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২৩২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার বেড়ে হয়েছে ৩.৮৮ শতাংশ।
করোনায় আরও একজনের মৃত্যু
প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও শনাক্তের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২৩২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার বেড়ে হয়েছে ৩.৮৮ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল এবং ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৪ হাজার ৬৩৭ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন।

গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৮৮ শতাংশ।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫ হাজার ৫০৪ জন।

সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ।

গত ৩০ মে করোনায় ১ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে ২৩ মে করোনায় ২ জনের মৃত্যু হয়েছিল।

Comments