কোভিড-১৯ প্রকল্পের চাকরি স্থায়ী করার দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে বিক্ষোভ

প্রকল্পের অধীনে নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীরা তাদের বকেয়া পরিশোধ ও চাকরি স্থায়ী করার দাবিতে বিক্ষোভ করেছেন। কোভিড-১৯ মোকাবিলায় তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল।
আজ রোববার ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রবেশমুখ আটকে বিক্ষোভ শুরু করেন তিন শতাধিক স্বাস্থ্যকর্মী। আন্দোলনকারীদের একজন আবদুর রহমান দুপুর আড়াইটার দিকে দ্য ডেইলি স্টারকে জানান, আজ সকাল ৯টার দিকে তারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি শুরু করেন। দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
আন্দোলনকারীরা বিকেল সাড়ে ৩টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কক্ষের সামনে অবস্থান নেন।
কোভিড-১৯ মহামারির সময় স্বাস্থ্যসেবা, বিশেষ করে কোভিড পরীক্ষার জন্য সরকার ৩৯৩ জন স্বাস্থ্যকর্মীকে নিয়োগ দিয়েছিল সরকার। কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস (ইআরপিপি) প্রকল্পের অধীনে নিয়োগ পেয়েছিলেন তারা।
পরবর্তীতে, তাদের ইআরপিপি প্রকল্পের অধীনে স্থানান্তরিত করা হয় এবং মেডিকেল অফিসার, নার্স এবং টেকনোলজিস্ট সহ আরও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়। এতে মোট কর্মীর সংখ্যা ১,১৫৪ জনে উন্নীত হয়। বর্তমানে, প্রকল্পের অধীনে ১,০০৪ জন কাজ করছেন।
আরেকজন আন্দোলনকারী মইন উদ্দিন বলেন, 'আমরা জানুয়ারি থেকে বেতন পাচ্ছি না। এছাড়াও, চলতি বছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হতে যাচ্ছে। তাই আমরা চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলনে নেমেছি।'
Comments