নির্বাচন কমিশন গঠনের ৩ সার্চ কমিটি

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বচন কমিশনার নিয়োগের জন্য আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে।

এর আগে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে ২০১২ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান আপিল বিভাগের তৎকালীন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে সার্চ কমিটি গঠন করেন। সার্চ কমিটির সুপারিশ থেকে কাজী রকিবুদ্দিন আহমদকে প্রধান নির্বাচন কমিশনার এবং মোহাম্মদ আবদুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী ও মো. শাহ নেওয়াজকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে এই কমিশন ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করে।

২০১৭ সালে আপিল বিভাগের তৎকালীন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এই সার্চ কমিটির সুপারিশ থেকে কে এম নূরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। এই কমিশনের অধীনে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। আগামী ১৪ ফেব্রুয়ারি বর্তমান কমিশনের মেয়াদ শেষ হবে।

নতুন নির্বাচন কমিশন গঠন করতে এবারই প্রথম আইন প্রণয়ন করে সার্চ কমিটি গঠন করা হলো। আইন অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের প্রতি পদের জন্য ২ জন করে ১০ জনের নাম প্রস্তাব করবে। তাদের মধ্য থেকে ৫ জনকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি।

Comments

The Daily Star  | English

BTRC directs telcos to provide 1GB free internet on July 18

Mobile phone operators have been instructed to notify users in advance via SMS

1h ago